বাংলা নিউজ > ময়দান > কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার জন্য ECB-র দ্বারস্থ BCCI

কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার জন্য ECB-র দ্বারস্থ BCCI

টিম কোহলি।

২জুন মুম্বই থেকে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। ১৮ জুন থেকে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে।

ভারতে কোয়ারেন্টাইন কাটানোর পর ইংল্যান্ডে গিয়ে ফের  ১০ দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতকে। আর এটাই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে থাকার সময়ে হয়তো প্র্যাক্টিসের অনুমতি পাবেন বিরাট কোহলিদের। তবে সেটা নাকি এখনও নিশ্চিত নয়। আর এই নিয়েই দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

জানা গিয়েছে, বিরাটদের দশ দিনের কঠোর কোয়ারেন্টাইনের নিয়ম যাতে শিথিল করা হয়, সেই চেষ্টাই করছে বিসিসিআই। এই নিয়ে তারা ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে রীতিমতো দর কষাকষি করছে।

২জুন মুম্বই থেকে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। ১৮ জুন থেকে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এক কর্তা বলেছেন, ‘কিছু দিনের জন্য কঠোর কোয়ারেন্টাই  পর্ব কাটাতে হবে। তার পর হয়তো অনুশীলন করবে ভারতীয় দল। যেমন করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরে। প্রথম তিনদিন কড়া কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ওঠার পরই অনুশীলন করতে পেরেছিল ভারত। তবে অনুশীলন ছাড়া ভারতীয় দলের কেউই হোটেলের বাইরে যেতে পারবে না।’

সূত্র থেকে জানা গিয়েছে, ভারতের অনুশীলন করতে পারার বিষয়টি নিয়ে তো আলোচনা চলছেই। এর সঙ্গে আরও একটি বিষয় নিয়েও ইসিবি-র সঙ্গে কথা বলছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারও যাবে এ বার। যে কারণে সেই পরিবারের ইংল্যান্ড যাওয়ার ক্ষেত্রেও যাতে সমস্যা না হয়, এবং কঠোর কোয়ারেন্টাইন পর্বের কারণে যেন তারা কোনও সমস্যায় না পড়ে, সে বিষয়েও আগে থেকে ইসিবি-র সঙ্গে আলোচনা করে নিচ্ছে বিসিসিআই।

শুধু বিরাটরাই নন, ভারতের মহিলা ক্রিকেট দলও একই সঙ্গে ইংল্যান্ড উড়ে যাচ্ছে। ১৬ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে মহিলা দলের টেস্ট ম্যাচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.