২০১৩ আইপিএল স্পট ফিক্সিং মামলায় আজীবন নির্বাসন হয়েছিল অজিত চান্ডিলার। এ বার তাঁকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বিসিসিআই ওম্বাডসম্যান বিনীত শরণ। অজিত চান্ডিলার আজীবন নিষেধাজ্ঞা কমিয়ে সাত বছর করেছেন বিসিসিআই ওম্বাডসম্যান। ভারতের প্রাক্তন ফাস্ট বোলার এস শ্রীসন্ত এবং অঙ্কিত চাভানের পাশাপাশি অজিত চান্ডিলাও স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ছিলেন। এই তিন ক্রিকেটারকেই স্পট ফিক্সিং মামলায় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল গ্রেপ্তার করেছিল।
২০১৩ সালে এই স্পট ফিক্সিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতীয় ক্রিকেট বড় ধাক্কা খেয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে ভারতীয় ক্রিকেটে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং পরে বিসিসিআই-এর গঠনতন্ত্রও পরিবর্তন করা হয়।
আরও পড়ুন: প্রিয় কোটলায় বীরুর রেকর্ড ভেঙেছেন কোহলি, সামনে লক্ষ্মণ-দ্রাবিড়-সচিন
২০১৩ সালে বিষয়টি সামনে আসার পর বিসিসিআই অজিত চান্ডিলাকে যে কোনও ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নির্বাসিত করে। এর পরে ২০১৬ সালে অজিত চান্ডিলাকে বিসিসিআই-এর শৃঙ্খলা রক্ষা কমিটি আজীবনের জন্য নিষিদ্ধ করে। তবে সম্প্রতি বিসিসিআই ওম্বাডসম্যান অজিত চান্ডিলাকে ২০১৬ সালের ১৮ জানুয়ারি থেকে শুরু করে ৭ বছরের জন্য নির্বাসিত করেছেন। যার অর্থ নির্বাসনের শাস্তির মেয়াদ চান্ডিলার পূরণ হয়ে গিয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে।
আরও পড়ুন: ICC T20I Player Rankings-এ বিশাল লাফ বঙ্গ তনয়ার, ক্যারিয়ারের সেরা জায়গায় রেণুকা
২০১৭ সালে কেরালা হাইকোর্ট শ্রীসন্তের উপর আরোপিত আজীবনের নিষেধাজ্ঞা তুলে দেয়। যে শাস্তি দিয়েছিল বিসিসিআই। এর আগে ২০১৫ সালে দিল্লির একটি আদালত স্পট ফিক্সিংয়ের সমস্ত অভিযোগ থেকে শ্রীসন্তকে মুক্তি দিয়েছিল। কিন্তু বিসিসিআই তাঁর উপর আজীবন নির্বাসনের শাস্তি বহাল রেখেছিল।
যদিও পরে বিসিসিআই শ্রীসন্ত এবং অঙ্কিত চাভানের উপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেয়। শ্রীসন্তের নির্বাসন তুলে নেওয়ার পর চান্ডিলা এবং চাভানও তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তোলেন। প্রসঙ্গত, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে শ্রীসন্তকে তাঁর হোম টিম কেরালার হয়ে খেলতে দেখা গিয়েছে, অন্যদিকে অঙ্কিত চাভান মুম্বইতে তাঁর ক্লাবের হয়ে খেলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।