বাংলা নিউজ > ময়দান > BCCI President Election: সরতে পারেন সৌরভ, নতুন বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে ভারতের বিশ্বকাপজয়ী তারকা, রিপোর্ট

BCCI President Election: সরতে পারেন সৌরভ, নতুন বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে ভারতের বিশ্বকাপজয়ী তারকা, রিপোর্ট

সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি- পিটিআই।

বোর্ড সচিব জয় শাহর ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়েও মিলেছে ইঙ্গিত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ ছাড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জয় শাহ নন, সৌরভের জায়গায় নতুন বিসিসিআই প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি, এমনটাই খবর।

কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য বিনি নতুন বোর্ড সভাপতি হলে জয় শাহ সচিবের পদে বহাল থাকতে পারেন। সৌরভ আইসিসি-র পথে পা বাড়াতে চলেছেন বলেই গুঞ্জন বিসিসিআইয়ের অন্দরমহলে।

আগামী ১১ ও ১২ অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। স্ক্রুটিনি হবে ১৩ অক্টোবর। ১৪ অক্টোবরের মধ্য মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ১৮ অক্টোবর মুম্বইয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন ও বোর্ডের বার্ষিক সাধারণ সভা।

সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের সংবিধান সংশোধনের পক্ষে রায় দেওয়ার পরে সৌরভের আরও ৩ বছর বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার রাস্তা খোলাই রয়েছে। তবে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে, সৌরভের বদলে নতুন বিসিসিআই সভাপতি হতে পারেন জয় শাহ। বেশিরভাগ রাজ্য সংস্থা জয় শাহকেই বোর্ডের মসনদে দেখতে চায় বলে ইঙ্গিত মিলেছিল। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে জয় শাহ সচিবের পদেই লড়তে পারেন বলে খবর।

আরও পড়ুন:- T20 World Cup 2022: চাহারের চোট! বুমরাহর পরিবর্ত হিসেবে ৩-৪ দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় উড়ে যাচ্ছেন শামি: রিপোর্ট

রজার বিনি এর আগে জাতীয় নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি এবার বোর্ডের সভায় কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হতে চলেছেন। উল্লেখ্য, রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনিও টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

আরও পড়ুন:- T20 World Cup 2022: ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন আফ্রিদি, নামবেন ভারতের বিরুদ্ধে, রামিজ রাজার ঘোষণায় প্রচ্ছন্ন হুঁশিয়ারি

উল্লেখ্য জাতীয় দলের হয়ে বিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে ৪৭টি ও ওয়ান ডে ক্রিকেটে ৭৭টি উইকেট নিয়েছেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সাকুল্যে ২০৫টি ও লিস্ট-এ ক্রিকেটে ১২২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৪টি শতরান ও ৩৩টি অর্ধশতরান-সহ ৬৫৭৯ রানও সংগ্রহ করেছেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন