'সারাজীবন কেউ প্রশাসক থাকে না। সবাইকেই পরীক্ষায় বসতে হয় এবং একটা সময় প্রত্যাখ্যাত হতে হয়।' বিসিসিআই সভাপতির পদ থেকে বিদায়ের পরে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন রজার বিনি। আগামী ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরেই সরকারিভাবে বিসিসিআইয়ে সৌরভ জমানা শেষ হতে চলেছে। বিসিসিআই সূত্রের খবর, নিজের ইচ্ছায় সরছেন না মহারাজ। বরং তিনি আরও একটি মেয়াদে বোর্ড সভাপতির পদে থেকে যেতে চেয়েছিলেন।
সুতরাং, বিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা একপ্রকার নিশ্চিত। এও শোনা যাচ্ছে যে, সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। সুতরাং, শুধু বোর্ড সভাপতির পদ থেকেই নয়, বরং বোর্ডের অন্দরমহল থেকেই বিদায় নিতে চলেছেন মহারাজ।
বিসিসিআইয়ে তাঁর পদ খোয়ানোর খবর সামনে আসার পর থেকে সৌরভ এই বিষয়ে কোনও কথা বলেননি। অবশেষে এই নিয়ে মুখ খুললেন তিনি। বন্ধন ব্যঙ্কের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ জানান যে, প্রশাসনিক কেরিয়ারের থেকে নিজের ক্রিকেট কেরিয়ারে বেশি চ্যালেঞ্জ সামলাতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে ইঙ্গিত দেন যে, সিএবি ও বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব সামলামনোর পরে ভবিষ্যতে হয়ত আরও বড় চ্যালেঞ্জ নিতে পারেন তিনি।
সৌরভ বলেন, ‘আমি একজন প্রশাসক ছিলাম এবার অন্য কোনও দিকে এগিয়ে যেতে হবে। জীবনে যাই করুন না কেন, ভারতের হয়ে খেলার দিনগুলিই সেরা। আমি সিএবি প্রেসিডেন্ট ছিলাম, বিসিসিআই সভাপতি হয়েছি, ভবিষ্যতে আরও বৃহত্তর দিকে এগিয়ে যেতে পারি। আপনি যেমন সারাজীবন খেলোয়াড় থাকতে পারেন না, ঠিক তেমনই সারাজীবন প্রশাসকও থাকা যায় না। তবে খেলোয়াড় ও প্রশাসক হিসবে কয়েনের দু'টি পিঠই দেখার অভিজ্ঞতা দারুণ ছিল এবং দু’টি ক্ষেত্রেই চ্যালেঞ্জটা আমি উপভোগ করেছি।'
সৌরভ আরও বলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখাটাই হল আসল বিষয়। সবাইকেই পরীক্ষার মুখে পড়তে হয়। সবাইকেই একদিন প্রত্যাখ্যাত হতে হয়। আবার পুরস্কৃতও হতে হয় কখনও। নিজের উপর বিশ্বাস কখনও হারাতে নেই। খেলোয়াড়দের জীবনে সব কিছুই শূন্য থেকে শুরু হয়। পরবর্তী সময়ে হয়ত নতুন ভূমিকায় দেখা যেতে পারে আমাকে। তবে সেখানেও শূন্য থেকেই শুরু করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।