বাংলা নিউজ > ময়দান > বুমরাহর চোট থেকে পিচের হাল, দায়িত্ব নিয়েই কড়া কথা বললেন BCCI সভাপতি রজার বিনি

বুমরাহর চোট থেকে পিচের হাল, দায়িত্ব নিয়েই কড়া কথা বললেন BCCI সভাপতি রজার বিনি

বোর্ডের ৯১তম সাধারাণ সভার পরে কর্তাদের সঙ্গে বোর্ডের নতুন সভাপতি রজার বিনি (ছবি-এএফপি)

বিনি বলেন, ‘আমি আপাতত প্রাথমিকভাবে ২টি বিষয়ের উপর ফোকাস করতে চাই। প্রথমে খেলোয়াড়দের ইনজুরি রোধ করা। জসপ্রীত বুমরাহ বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছিলেন, যা পুরো পরিকল্পনাকে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত, আমি ভারতের পিচগুলির উপর ফোকাস করতে চাই।’

কেন বিশ্বকাপের আগে চোট পেলেন জসপ্রীত বুমরাহ? রবীন্দ্র জাদেজাই বা কেন এমন ভাবে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন। ভারতীয় দলে কী তবে কোনও গলদ আছে? সেই গলদকেই এবার ঠিক করতে চান বিসিসিআই-এর নতুন সভাপতি রজার বিনি। অন্যদিকে ভারতের পিচকে আরও ভালো ও উন্নত মানের করার লক্ষ্য নিতে চান বিনি। বোর্ডের সভা দায়িত্ব নিয়েই নিজের লক্ষ্যের কথা বলে দিলেন বিসিসিআই-এর নতুন সভাপতি রজার বিনি। বোর্ডের সভাপতি হয়েই বিনি বলেন, ‘আমি আপাতত প্রাথমিকভাবে ২টি বিষয়ের উপর ফোকাস করতে চাই। প্রথমে খেলোয়াড়দের ইনজুরি রোধ করা। জসপ্রীত বুমরাহ বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছিলেন, যা পুরো পরিকল্পনাকে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত, আমি ভারতের পিচগুলির উপর ফোকাস করতে চাই।’

মঙ্গলবার ১৮ অক্টোবর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। চেয়ার হারিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিনি। তিনিই এই পদের একমাত্র প্রার্থী ছিলেন। রজার বিনি শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবেন। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ CAB-এর সভাপতি হতে পারেন।

আরও পড়ুন… শেষ হল সৌরভের যুগ, বিসিসিআই-এ শুরু হল রজারের রাজত্ব

মঙ্গলবার মুম্বইতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ করে, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনিকে বোর্ডের ৩৬তম সভাপতি নির্বাচিত করা হয়। গত তিন বছর ধরে বোর্ডের সভিপতির পদে বসে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে, এই এজিএমে জয় শাহকে আবারও সচিব পদে রেখে দেওয়া হয়েছে। বোর্ডের পদাধিকারীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সরকারিভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ১৯৮৩ সালের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। মঙ্গলবার মুম্বই-এর এক পাঁচতারা হোটেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনিকে বিসিসিআই-এর পরবর্তী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে দায়িত্ব নিয়ে বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব রজার বিনির হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে সৌরভের নামের পিছনে এবার থেকে প্রাক্তনের তকমাটা লেগে গেল। এখন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি হিসাবেই ডাকা হবে।

আরও পড়ুন… মুম্বইয়ে BCCI AGM-এ হাজির সৌরভ! মিলবে কি আইসিসিতে যাওয়ার টিকিট?

বিসিসিআই সভাপতির বিষয়ে কথা বলতে গেলে, মঙ্গলবার বোর্ডের এজিএম-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় রজার বিনিকে স্থলাভিষিক্ত করা হয়। বিসিসিআই-এর অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সচিব জয় শাহ, আশিস শেলার (কোষাধ্যক্ষ), রাজীব শুক্ল (ভাইস প্রেসিডেন্ট) এবং দেবজিৎ সাইকিয়া (যুগ্ম সচিব)। বর্তমান কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আইপিএলের নতুন চেয়ারম্যান হবেন।

এদিকে রজার বিনি বোর্ডের ৩৬তম সভাপতি নির্বাচিত হলেন। তিনি বোর্ডের প্রথম সভাপতি যিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। রজার বিনির আগে আরও চারজন সভাপতি ছিলেন যাঁরা ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। তারা হলেন শিবলাল যাদব, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিজিয়ানাগ্রামের মহারাজকুমার।  

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোহলির মত কি এবার অধিনায়কত্ব ছাড়বেন বাবর? পাক প্রাক্তনীর বক্তব্যে উঠছে প্রশ্ন আয়ুষ্মান ভারত চালু হচ্ছে পড়শি রাজ্যেও, বিরোধিতা এখন শুধু বাংলা ও দিল্লির বাংলায় ঝড় তুলেছে 'আর কবে?', তখন লন্ডনে এড শিরানের সঙ্গে ম্যাজিক্যাল অরিজিৎ সিং শামি হয়ে গেলেন শামিত! নাম ও তথ্য বিভ্রাট CAB-র অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফাঁস গম্ভীর-রোহিতের টপ সিক্রেট! ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে কালীঘাটে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান, চিঠি মুখ্যসচিবের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.