শুভব্রত মুখার্জি
ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট থেকেই অবসর নেওয়ার পরেও নিজেকে নানারকম সামাজিক কার্যকলাপে যুক্ত রেখেছেন। করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যথেষ্ট ভালো কাজ করছেন রেড ভলান্টিয়াররা। এবার এই রেড ভলান্টিয়ারদের কাজে সহায়তা করতে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ। তাঁদের হাতে তুলে দিলেন দু'টি অক্সিজেন কনসেন্ট্রেটর, যা দিয়ে কোভিড আক্রান্ত মুমুর্ষ রোগিকে সময়মতো অক্সিজেনের প্রাথমিক সহায়তা করা যাবে।
করোনা মহামারীর প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়েও নানাভাবে সবসময়ই মানুষের পাশে থাকার প্রয়াস চালিয়ে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার বিভিন্ন প্রান্তে দুর্গত মানুষের পাশে থাকতে তিনি কখনও চাল প্রদান করেছেন, কখনও আয়োজন করেছেন টিকাকরনের। আর এবার অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন তুলে দিলেন।
বিসিসিআই সভাপতির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। কয়েকমাস আগেই বেলেঘাটা আই ডি হাসপাতালে দান করেছিলেন অক্সিজেন কনসেন্ট্রেটর। যার মাধ্যমে একাধিক রোগীর প্রান বাঁচানো সম্ভবপর হয়েছে। নিজের সংস্থা সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের মাধ্যমে কোভিড আক্রান্ত সমাজের পাশে থাকার পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশেও নিজের সাধ্যমত দাড়িয়েছেন তিনি। খেলোয়াড় জীবন থেকেই তিনি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ ছিলেন। সেই সময় থেকেই নানাভাবে সামাজিক কার্যকলাপে জড়িত থাকতেন তিনি।
প্রতিশ্রুতি দিয়েছিলেন রেড ভলেন্টিয়ারদের, সেই কথা রাখলেনও। শিলিগুড়িতে রেড ভলেন্টিয়াররা অশোক ভট্টাচার্যের কাছে আবেদন করেছিলেন অক্সিজেন কনসেনট্রেটরের। সেই ব্যাপারে একদা অশোক ভট্টাচার্যের কথা হয় সৌরভের। সেই কথামতো ২টি অক্সিজেন কনসেনট্রেটর রেড ভলেন্টিয়ারদের হাতে তুলে দিলেন মহারাজ। অক্সিজেন কনসেনট্রেটর পেয়ে সৌরভকে চিঠি লিখে ধন্যবাদ জানাতে ভোলেনি রেড ভলেন্টিয়াররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।