বাংলা নিউজ > ময়দান > BCCI selector on Sarfaraz Khan: ‘অনেক ভাবনাচিন্তা লাগে’, সরফরাজ সুযোগ না পাওয়ায় সমালোচকদের জবাব নির্বাচকের?

BCCI selector on Sarfaraz Khan: ‘অনেক ভাবনাচিন্তা লাগে’, সরফরাজ সুযোগ না পাওয়ায় সমালোচকদের জবাব নির্বাচকের?

সরফরাজ খান। ছবি- পিটিআই

রঞ্জিতে ব্যাট হাতে শতরান করে চলেছেন মুম্বইয়ের সরফরাজ খান। কিন্তু ভারতীয় টেস্ট দলে ব্রাত্য তিনি। যা নিয়ে শোরগোলও পড়ে যায়। এবার সরফরাজ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন জাতীয় নির্বাচক মণ্ডলীর সদস্য শ্রীধরণ।

আগামী ৯ ফেব্রুয়ারি ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারত। অজিদের বিরুদ্ধে মোট চারটি টেস্ট খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। পাশাপাশি তিনটি ওডিআইও খেলবেন তারা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই ভারতের শেষ টেস্ট সিরিজ। ভারত বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ফাইনালে যাওয়ার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে। তবে এই সিরিজের দল নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। মুম্বইয়ের সরফরাজ খানের দলে জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। অনেকেই মনে করছিলেন, ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে দলে ডাক পাবেন তিনি। কিন্তু তা আর হয়নি। গত সপ্তাহে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করে জাতীয় নির্বাচক কমিটি। জায়গা হয়নি সরফরাজ খানের‌।

দলে সরফরাজের জায়গা না পাওয়ার বিষয়ে নীরবতা ভেঙেছেন জাতীয় নির্বাচক কমিটির অন্যতম সদস্য শ্রীধরণ শরৎ। তিনি বলেন, 'সরফরাজ অবশ্যই আমাদের নজরে রয়েছে। যথাসময়ে সে দলে জায়গা পারে। দল বাছাই করার সময় আমাদের গঠন ও ভারসাম্যের বিষয়ে খেয়াল রাখতে হয়। ফলে অনেক ভাবনাচিন্তা করে আমরা দল গঠন করি।'

সরফরাজ চলতি রঞ্জি মরশুমে মুম্বইয়ের হয়ে এখনও পর্যন্ত তিনটি শতরান করেছেন। দলের শেষ ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে করেছেন অমূল্য ১২৫ রান। এই মরশুমে তিনি প্রথম সেঞ্চুরি করেন হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ১২৬ রানে অপরাজিত ছিলেন সরফরাজ।

তামিলনাড়ুর বিপক্ষে সরফরাজ আরও একটি গুরুত্বপূর্ণ ১৬২ রান করেন। তাঁর এই দুর্দান্ত ইনিংসের ফলে ম্যাচ হারা থেকে বেঁচে যায় মুম্বই। ১৬১ রানে ছয় উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মুম্বই। সেই সময় সরফরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বই। ৪৮১ রানে তাদের ইনিংস শেষ করে অজিঙ্কা রাহানের দল। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.