খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শুক্রবার বলেছে যে দলে খেলোয়াড় নির্বাচনের জন্য যে ইয়ো-ইয়ো টেস্ট করা হবে, তা কঠোর হবে না। যাতে প্লেয়ারদের উপর বাড়তি চাপ না দেওয়া হয়।
ইয়ো-ইয়ো টেস্টে পাস না করলে ভারতীয় দলে সুযোগ পাওয়া যায় না। জায়গা করে নেওয়ার জন্য ইয়ো ইয়ো টেস্ট বাধ্যতামূলক। সাম্প্রতিক অতীতে অনেক খেলোয়াড় পরীক্ষাটি পাস করতে ব্যর্থ হয়েছেন এবং তার জন্য তাঁদের ছিটকে যেতে হয়েছে।
বিসিসিআই সম্প্রতি ঘোষণা করেছিল যে, ইয়ো-ইয়ো পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া খেলোয়াড়কে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হবে না।
বিসিসিআইয়ের একজন আধিকারিক এএনআইকে বলেছেন, ‘খেলোয়াড়দের জন্য ইয়ো-ইয়ো টেস্টকে কঠোর করার কোনও পরিকল্পনা আমাদের নেই। এই মুহূর্তে প্রচুর ক্রিকেট খেলা হচ্ছে এবং আমরা আমাদের খেলোয়াড়দের উপর অপ্রয়োজনীয় চাপ দিতে চাই না।’
এই মুহূর্তে খেলোয়াড়দের ক্লান্তির সবচেয়ে বড় কারণ হল বায়ো-বাবল, যা তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। এই বিষয়টি মাথায় রেখেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, ইয়ো ইয়ো টেস্ট খেলোয়াড়দের উপর কোনও বাড়তি চাপ দেবে না।
এই বছরের আইপিএল শুরু হচ্ছে আজ ২৬ মার্চ থেকে। টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।