বাংলা নিউজ > ময়দান > গালওয়ান সংঘর্ষের জের, চিনা সংস্থার সঙ্গে IPL চুক্তির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনায় BCCI

গালওয়ান সংঘর্ষের জের, চিনা সংস্থার সঙ্গে IPL চুক্তির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনায় BCCI

আইপিএল ট্রফি। ছবি- বিসিসিআই।

ইন্ডিয়ান প্রিমিয়র লিগের টাইটেল স্পনসরশিপ ছাড়াও ভারতীয় বোর্ডের সঙ্গে একাধিক চুক্তি রয়েছে চিনের বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থার।

গালওয়ান উপত্যকায় ভারত ও চিন, দু'দেশের সেনা সংঘর্ষের জের পড়তে চলেছে ভারতীয় ক্রিকেটে। প্রবল চিন বিরোধী হাওয়ায় বিসিসিআই ইঙ্গিত দিয়েছে আইপিএলের টাইটেল স্পনসর-সহ চিনের সংস্থাগুলির সঙ্গে বোর্ডের বিভিন্ন স্পনসরশিপ চুক্তি নিয়ে পর্যালোচনা করবে তারা। এই উদ্দশ্যে আগামী সপ্তাহেই আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা বৈঠকে মিলিত হবেন বলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

গত সোমবার পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দু'দেশের সেনা সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। তার পর থেকেই চিন বিরোধী আবেগ প্রবল হয়ে ওঠে দেশজুড়ে। চিনা পণ্য বয়কট করা থেকে শুরু করে চিনের প্রযুক্তি থেকে দূরে সরে থাকার দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়। চিনের সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও জল্পনা শুরু হয়েছে সেই থেকেই।

বিসিসিআইয়ের তরফে প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চিনা সংস্থার সঙ্গে সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দেওয়া হয়। তবে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হওয়ায় শুক্রবার রাতেই বিসিসিআইয়ের তরফে চিনা সংস্থার সঙ্গে বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনার কথা ঘোষণা করা হয়।

আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়, ‘সীমান্তের সংঘর্ষে আমাদের নির্ভীক জওয়ানদের শহিদ হওয়ার ঘটনার দিকে তাকিয়ে বিভিন্ন চুক্তি পর্যালোচনার জন্য আইপিএলের গভর্নিং কাউন্সিল আগামী সপ্তাহে বৈঠকের আহ্বান জানিয়েছে।’

এই টুইটটি পরে বিসিসিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও রি-টুইট করা হয়।

উল্লেখ্য, আইপিএলের টাইটেল স্পনসর ভিভো একটি চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এছাড়া পেটিএম, সুইগি প্রভৃতির মতো সহযোগী স্পনসরদের সঙ্গেও চিনা সংস্থার যোগ রয়েছে। আইপিএলের একটি মরশুমের জন্য ভিভোর কাছ থেকে ৪৪০ কোটি টাকা পায় বিসিসিআই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.