বাংলা নিউজ > ময়দান > পন্তের লিগামেন্ট ঠিক করার দায়িত্ব নিচ্ছে BCCI-এর মেডিক্যাল টিম

পন্তের লিগামেন্ট ঠিক করার দায়িত্ব নিচ্ছে BCCI-এর মেডিক্যাল টিম

পন্তের চোট বেশ গুরুতর।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঋষভ পন্ত। একাধিক জায়গায় ক্ষত হয়েছে। জানা গিয়েছে লিগামেন্ট ছিড়ে গিয়েছে তাঁর। এই অবস্থায় বিসিসিআই পন্থের লিগামেন্ট চিকিৎসার দায়িত্ব নিচ্ছে বলে জানা গিয়েছে। 

শুক্রবার সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে পুড়ে ছাই হয়ে যায় তার গাড়িটি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন পন্ত। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, দেহের নরম পেশীগুলিতে আঘাত রয়েছে। মস্তিষ্ক ও মেরুদন্ডের পরীক্ষা করা হয়েছে তবে আঘাত গুরুতর নয়। তবে তার ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে। ডান হাতের কব্জি গোড়ালি ও পায়ের পাতাতেও চোট রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে মস্তিষ্ক ও স্পাইনাল কডে কোনও সমস্যা নেই। তবে বেশ কিছু ক্ষত মেরামত করতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। আজ শনিবার হাটু এবং গোড়ালির এমআরআই করা হবে।

আরও পড়ুন: ঋষভের প্লাস্টিক সার্জারি হতে পারে দিল্লিতে, অজি সিরিজ ও IPL খেলার সম্ভাবনা ক্ষীণ

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্র মারফত জানা গিয়েছে, ঋষভের ছিঁড়ে যাওয়া লিগামেন্টের চিকিৎসা করবে বিসিসিআইয়ের মেডিকেল টিম। ইতিমধ্যেই বোর্ডের চিকিৎসক দল দেরাদুন হাসপাতালের ঋষভের চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন।

দেরাদুন হাসপাতালে উপস্থিত পন্থের পরিবারকে জানানো হয়েছে লিগামেন্টের চিকিৎসা করবে ভারতীয় বোর্ডের চিকিৎসকরা। হাসপাতাল থেকে তাঁকে ছাড়ার পর ঋষভকে পর্যবেক্ষণ করবেন বিসিসিসিআইয়েক চিকিৎসকরা। তারপরে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রয়োজনে তাঁর লিগামেন্টের চিকিৎসা বিদেশও করা হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: BCCI-এ ভক্তদের ফোনের সুনামি,মলদ্বীপ থেকে পন্তের চিকিৎসকদের সঙ্গে কথা বললেন রোহিত

২০২৩ সালে ভারতের একাধিক সিরিজ রয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ ফেব্রুয়ারিতে। ভারতীয় টেস্ট দলে অন্যতম ফেভারিট ক্রিকেটার পন্থ। কিন্তু তাঁর এই দুর্ঘটনা স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পন্থ সুস্থ হলেও সঙ্গে সঙ্গে মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে কতটা সময় লাগতে পারে এখনই কেউ কিছু বলছেন না।

সামনে আবার একদিনের বিশ্বকাপ। সব ফরম্যাটে ঋষভ ভারতীয় টিমের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁকে তাড়াতাড়ি ২২ গজে ফিরিয়ে আনার চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বিষয়ে কোনও খামতি রাখতে চাইছেন না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়ে ফিটনেস বাড়িয়ে তোলার লক্ষ্য ছিল পন্থের। আইপিএলের আগে অস্ট্রেলিয়া সিরিজ এবং পরবর্তী ওয়ানডে সিরিজের জন্য তাঁকে ফিট রাখার পরিকল্পনা ছিল। কিন্তু এরই মধ্যে দুর্ঘটনা ঘটল। টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে আসন্ন শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি কোনও টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলবেন না।’

বন্ধ করুন