বাংলা নিউজ > ময়দান > ফার্স্ট-ক্লাসে ভ্রমণ, বিদেশ সফরে রোজ ৮২,০০০ টাকা, BCCI-র সাম্মানিক পদে উড়ছে পয়সা

ফার্স্ট-ক্লাসে ভ্রমণ, বিদেশ সফরে রোজ ৮২,০০০ টাকা, BCCI-র সাম্মানিক পদে উড়ছে পয়সা

বোর্ড কর্তাদের বিদেশ সফরের খরচ বাড়াচ্ছে বিসিসিআই।

আরও বিলাসবহুল হচ্ছে বোর্ড কর্তাদের বিদেশ সফর। একজন বোর্ড কর্তা কোনও সফরের জন্য আগে যা পেতেন, এবার থেকে আরও বেশি পাবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।

বিসিসিআই কর্তাদের ভ্রমনের খরচ বাড়তে চলেছে। আরও বিলাসবহুল হচ্ছে বোর্ড কর্তাদের বিদেশ সফর। একজন বোর্ড কর্তা কোনও সফরের জন্য আগে যা পেতেন, এবার থেকে আরও বেশি পাবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ক্রিকেট বিশ্বে অন্যতম ধনী বোর্ড বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটার থেকে বিসিসিআইয়ের কর্তারা বিভিন্ন আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সম্প্রতি অ্যাপেক্স কমিটির বৈঠকে সেই মান আরও বাড়ানো হল। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা এখন বিদেশ সফরের জন্য দৈনিক ১০০০ মার্কিন ডলার ভাতা পান। এছাড়াও তাদেরকে প্রথম শ্রেণীর সুবিধা দেওয়া হয়। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিসিসিআইয়ের কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির প্রসঙ্গ ওঠে। তবে বর্তমানে তারা যে হারে ভাতা পায়, তা গত অক্টোবরেই কার্যকর হয়েছে। বিসিসিআই বোর্ডের কর্মকর্তারা আগে বিদেশ সফরে দৈনিক ৭৫০ মার্কিন ডলার পেতেন। সাত বছর পর দৈনিক ভাতা সংশোধন করা হয়।

সূত্র মারফত জানা যাচ্ছে, সভাপতি, সহ-সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ এবং যুগ্ম-সচিব সহ পদাধিকারীরা ভারতের মধ্যে বৈঠক এবং বিমানে ব্যবসায়িক শ্রেণীতে যাতায়াতের জন্য প্রতিদিন ৪০ হাজার টাকা করে পাবেন। কর্মকর্তারা কাজের জন্য সফরে দৈনিক ৩০,০০০ টাকা করে পাবেন। এছাড়াও তারা বিদেশে ভালো হোটেলে থাকতে পারবেন। অ্যাপেক্স কমিটির বৈঠকে আইপিএল চেয়ারম্যানের ভাতার বৃদ্ধির কথাও বলা হয়েছে।

ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দুই প্রতিনিধি সহ বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা তাদের ত্রৈমাসিক বৈঠকের জন্য প্রতিদিন ৪০ হাজার টাকা এবং বিদেশ সফরের জন্য ৫০০ মার্কিন ডলার পাবেন। বোর্ডের কর্মকর্তা ছাড়াও রাজ্য সংস্থার সদস্যদের ভাতাও বৃদ্ধি করেছে। তারা এখন ঘরোয়া মরশুমে ভ্রমণের জন্য দৈনিক ৩০ হাজার টাকা এবং বিদেশে ভ্রমণের জন্য ৪০০ মার্কিন ডলার করে পাবেন।

ক্রিকেটে পুরুষ ও মহিলা উভয় জাতীয় দলের প্রধান কোচ যারা বাছাই করেন, সেই ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্যকে প্রত্যেক বৈঠকের জন্য ৩.৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও তারা বিদেশ ভ্রমণের জন্য দৈনিক ৪০০ মার্কিন ডলার পাবেন।

তবে বলা বাহুল্য, বিসিসিআইয়ের একজন কর্মকর্তার পদ অত্যন্ত সম্মানজনক পদ। তারা একজন সিইও'র মতই ভালো বেতন পান। তারা বিদেশ সফরের জন্য প্রতিদিন ৬৫০ মার্কিন ডলার পান। যা ভারতীয় মুদ্রায় ১৫ হাজার টাকা মতো।

বন্ধ করুন