বাংলা নিউজ > ময়দান > একটু সতর্ক হতে হবে- নো বল নিয়ে ছাত্রকে বকা দিলেন আর্শদীপের ছোটবেলার কোচ

একটু সতর্ক হতে হবে- নো বল নিয়ে ছাত্রকে বকা দিলেন আর্শদীপের ছোটবেলার কোচ

ছাত্রের সঙ্গে আর্শদীপ সিং-এর ছোটবেলার কোচ জসওয়ান্ত রাই

আর্শদীপ সিং-এর ছোটবেলার কোচ জসওয়ান্ত রাই বলছেন, ‘আমার মনে হয় আর্শদীপকে ওর বল করার সময় স্টেপ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একেবারেই আর্শদীপকে ছন্দে মনে হয়নি। অনুশীলনেরও অভাব রয়েছে। আমি দ্রুত ওর সঙ্গে কথা বলব এই নিয়ে। খুব তাড়াতাড়ি ও ঘুরে দাঁড়াবে।’

ভারত বনাম শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম ওভারে প্রথম পাঁচ বলে ৪,০,০,১, ০ রান খরচ করেছিলেন আর্শদীপ সিং। এরপর সেই ওভারের শেষ বলে নো করেন তিনি। ওভার শেষে মোট ১৯ রান খরচ করেন আর্শদীপ। ইনিংসের ১৯ তম ওভারে হার্দিক ফের আর্শদীপকে নিয়ে আসেন আক্রমণে। কিন্তু সেই ওভারেও ২টো নো বল করেন। মোট ২ ওভারে ৩৭রান খরচ করেন আর্শদীপ সিং। ম্যাচের পর থেকেই সমালোচিত হতে হচ্ছে তাঁকে ক্রমাগত। এবার আর্শদীপ সিংকে নিয়ে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ জসওয়ান্ত রাই।

আরও পড়ুন… পাকিস্তান আপত্তি করেনি- PCB প্রধানের যাবতীয় অভিযোগ খণ্ডন করল ACC

আর্শদীপ সিং-এর ছোটবেলার কোচ জসওয়ান্ত রাই বলছেন, ‘আমার মনে হয় আর্শদীপকে ওর বল করার সময় স্টেপ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একেবারেই আর্শদীপকে ছন্দে মনে হয়নি। অনুশীলনেরও অভাব রয়েছে। আমি দ্রুত ওর সঙ্গে কথা বলব এই নিয়ে। খুব তাড়াতাড়ি ও ঘুরে দাঁড়াবে।’ তিনি আরও বলেন, ‘যে কোনও পেস বোলারের সমস্যা হয় রান আপে। ওর ও হয়তো তেমনই কোনও সমস্যা হয়েছে। আমি জানি এর আগেও ও পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফেলে সমালোচনার মুখে পড়েছিলেন, সেখান থেকে সে বেরিয়ে এসেছিল। সে খুব সাহসী, আমি জানি সে আবারও সেই কাজটা করবে।’ তবে এই বোলার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে সকলে মুগ্ধ করেছিলেন। সকলের প্রশংসা পেয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতী টি-টােয়েন্টির পর ফের একবার সমালোচকদের নিশানায় চলে এসেছেন আর্শদীপ সিং। টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ পাঁচটি নো বল করে সকলের রোষের মুখে পড়েছেন তিনি।

আরও পড়ুন… পেলের পরে চলে গেলেন আরও এক কিংবদন্তি ফুটবলার, ইতালির হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ

এদিনের ম্যাচে মোট ৭টি নো বল করেন ভারতীয় বোলাররা। তার মধ্যে আর্শদীপ সিং একাই করেন ৫টি নো বল। হার্দিক যা কিছুতেই মেনে নিতে পারছেন না। ম্যাচের পরে হার্দিক বলেছেন, ‘আগেও ও নো বল করেছে। দোষারোপ করছি না, তবে নো বল করাটা অপরাধ।’ হার্দিক পান্ডিয়া আরও বলেন, ‘আমরা প্রাথমিক ব্যাপারগুলো ভুল করেছি। যেটা এই পর্বে চলে না। প্রাথমিক ব্য়াপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত। একটা দিন খারাপ যেতে পারে। কিন্তু তাই বলে প্রাথমিক ব্যাপারগুলোয় ভুল কেন হবে। এই ধরনের পরিস্থিতিতে এগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়।’

ম্যাচের পর স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে গৌতম গম্ভীর বলেন, ‘আপনি যদি ইনজুরির পরে দলে ফিরে আসেন তাহলে আপনার আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত নয়। আপনার উচিত হবে ঘরোয়া ক্রিকেট খেলা এবং ফর্মে আসার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা। কারণ নো বল কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। যারা ইনজুরিতে পড়েছেন তাদের ঘরোয়া ক্রিকেট খেলে ভারতীয় দলে ফিরতে হবে।’

গৌতম গম্ভীর আরও বলেছেন, ‘ফিল্ডার ভুল করতে পারে, একজন ব্যাটসম্যান খারাপ শট খেলতে পারে, একজন বোলার খারাপ বল করতে পারে, কিন্তু কোন বল অনিবার্য নয়। আপনি অবশ্যই নেটে অনুশীলনের সময় এটি করেছেন। তাই ম্যাচেও একই কাজ করেছেন। বোলিং কোচের ওপর নির্ভর করছে এসব বিষয় খতিয়ে দেখা। অনুশীলন সেশনেও তাকে কঠোর হতে হবে।’

শ্রীলঙ্কা ব্যাট করার সময় পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলেছিল। তখনই বোঝা গিয়েছিল যে, বড় স্কোর তুলতে পারে শ্রীলঙ্কা। শেষে দুশো পেরিয়ে যায় দাসুন শনাকারা। পরে ভারত ব্যাট করার সময় ভারত পাওয়ার প্লে-তে ৩৯/৪ রান তোলে। তখনই ম্যাচ কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল বলে মনে করা হয়েছিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী মনে করালেন মোদী ৩.০ সরকারের..জন্মদিনে ধন্যবাদ-বার্তায় কী লিখলেন PM? এবারের ভাদ্রপদ পূর্ণিমা খুব বিশেষ, ভাগ্যের দরজা খুলতে করুন এই জিনিসগুলি দান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.