অলিম্পিক্সে চতুর্থ হওয়া ভারতীয় শ্যুটার জয়দীপ কর্মকার এ বার জাতীয় রাইফেল দলের কোচের নতুন দায়িত্ব নিলেন। নিজের নতুন লক্ষ্য নিয়ে দিল্লি যাচ্ছেন তিনি। জয়দীপ কর্মকার জানিয়েছেন,‘খেলোয়াড় জীবন থেকে অবসর নিলাম। অনেক দিন খেলছি না এটা ঠিক, তবে সরকারি ভাবে এটাই প্রথম বার ঘোষণা করছি। খেলোয়াড় জীবনে নিজের ১০০ শতাংশ দিয়েছি। রবিবার থেকে নতুন জীবন শুরু করব।’
জাতীয় দলে দায়িত্ব নিয়েই জয়দীপ কর্মকার নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। তিনি বললেন,‘২০২৫ সাল পর্যন্ত আমার দায়িত্ব। সব ঠিক থাকলে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে আমার উপরেই দায়িত্ব থাকবে। দু’বছরের মধ্যে পরের অলিম্পিক্স। হাতে সময়টা খুব কম। এমন অবস্থায় পৃথিবীর কেউই আগে পড়েনি। কোচ হিসেবে আমার প্রথম প্রতিযোগিতা অবশ্য বিশ্বকাপ। আজারবাইজানের বাকুতে হবে সেই প্রতিযোগিতা। ২৫ মে থেকে শুরু সেই প্রতিযোগিতা। সেখানে আমি দলকে নিয়ে যাব। সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমস আছে। আমার মূল লক্ষ্য থাকবে অক্টোবরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখান থেকেই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন শুরু।’
জয়দীপ কর্মকার আরও বলেন,‘২০১২ লন্ডন অলিম্পিক্সে আমি চতুর্থ হয়েছিলাম। এমনিতেই এমন একটা খেলার সঙ্গে যুক্ত যেটা ভারতে ক্রিকেট বা ফুটবলের মতো জনপ্রিয় নয়। সেই রকম একটা খেলায় পদক না জিতে ফিরেও কলকাতা বিমানবন্দরে যে বিশাল সংখ্যক মানুষ আমাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, সেটা ভুলতে পারব না। আমার কাছে ওটা আজও স্মরণীয়।’
কোচ হিসাবে নিজের পরিকল্পনার কথা জানিয়েদেন জয়দীপ কর্মকার। তিনি বলেন,‘আমার কাজটা কঠিন হয়ে গেল। এখন ১২ জনের দলে এক জন পদক জিতলে আমার আনন্দ হবে না। আমাকে খুঁজে বার করতে হবে কেন বাকি ১১ জন পেল না। বিশ্লেষণ করতে হবে। শুধু আমি নই, অনেক শ্যুটারও নতুন। অনেকে প্রথম বার আন্তর্জাতিক মঞ্চে খেলবে। কাজটা খুব সহজ হবে না। আমার কোনও জাদু জানা নেই যে কাল যোগ দেব আর পদক এনে দেব। সেই রুপোলী গুলি আমার কাছে নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।