শুভব্রত মুখার্জি: লঙ্কানদের বিরুদ্ধে নিজের টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সেই ম্যাচের মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত। দীর্ঘতম ফর্ম্যাটে ভারতীয় সিনিয়র দলের হয়ে কোহলি ১২তম ক্রিকেটার যিনি ১০০টি ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করছেন। ভারতীয় দলের হয়ে খেলা একদা উইকেট রক্ষক ব্যাটার দীনেশ কার্তিক তার জাতীয় দলের ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কোহলিকে সতীর্থ হিসেবে পেয়েছেন। কোহলির শততম টেস্টের প্রাক্কালে কোহলির অধিনায়কত্বের সেরা হাইলাইটসগুলো তুলে ধরলেন দীনেশ কার্তিক।
আইসিসির হয়ে এক রিভিউতে কোহলির শততম টেস্টের বিষয়টি নিয়ে বলতে গিয়ে কার্তিক জানিয়েছেন, ‘আমি মনে করি না বিরাট কোহলি শুধু ভারতীয় ক্রিকেটের জন্য একটা অধ্যায় ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি তিনি গোটা বিশ্ব ক্রিকেটের জন্য একটা অধ্যায় ছেড়ে যাচ্ছেন। যে মনোভাব নিয়ে ভারত শেষ কয়েক বছরে টেস্ট ক্রিকেটটা খেলেছেন তা এক কথাতে অসাধারণ। যে এনার্জিটা ও ২২ গজে নিয়ে এসেছিল তার মাধ্যমে গোটা বিশ্বকে বিরাট অবাক করে দিয়েছে। ভারতীয় দলের মধ্যে ফিটনেসকে গুরুত্ব দিয়েছে। তার ফল হিসেবে আপনি দেখতে পাবেন সিনিয়র দলের ফিল্ডিংয়ের মান কতটা উন্নত হয়েছে।'
বিরাটের অধিনায়কত্ব ক্যারিয়ারের হাইলাইটস সম্বন্ধে বলতে গিয়ে দীনেশ কার্তিক জানিয়েছেন, ‘আমার কাছে ওর অধিনায়কত্ব ক্যারিয়ারের সবথেকে বড় হাইলাইটস হল অস্ট্রেলিয়া দলের ভারত সফর। সেখানে ভারত পুনেতে ঘূর্ণি পিচে টেস্ট হেরে যায়। দলের উপর প্রশ্নচিহ্ন ওঠে। অনেকেই ভ্রু কুঁচকে ছিলেন। পরবর্তীতে তারা বেঙ্গালুরুতে খেলে। এই সময় থেকেই কার্ভটা উপরের দিকে উঠতে শুরু করে। কারণ পরবর্তীতে সিরিজে ভারতের কামব্যাক সবাইকে হতবাক করে দিয়েছিল। কারণ প্রথম টেস্টের পরে ভারতীয় দলের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল।'উল্লেখ্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি টেস্টে (৬৮) খেলার এবং জয়ের (৪০) রেকর্ড তার দখলেই রয়েছে। গ্রেম স্মিথ, রিকি পন্টিং এবং স্টিভ ওয়াহ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরীখে শুধুমাত্র বিরাটের থেকে এগিয়ে রয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।