২০২২ এশিয়া কাপ শুরু হচ্ছে ২৭ অগস্ট থেকে। এবারের এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমির শাহিতে। তবে শুরু আগেই চোট আঘাতে জর্জরিত হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বহু দল। ক্রিকেটের এই বড় টুর্নামেন্টের আগে,চার বড় খেলোয়াড় চোটের কারণে এশিয়ান আধিপত্যের লড়াই থেকে বাদ পড়েছেন।
এশিয়া কাপের ১৫তম মরশুমের আগে ভারতীয় দলেও দুই তারকা ক্রিকেটার চোটের কারণে ছিটকে গিয়েছেন। আশ্চর্যের বিষয় হল যে ৩টি দল থেকে মোট ৪ জন তারকা খেলোয়াড় বাদ পড়েছেন। তবে তারা সকলেই ফাস্ট বোলার। টুর্নামেন্টের আগেই বড়সড় ধাক্কা খেয়েছে তিনটি সেরা দল।
আরও পড়ুন… ‘এই কারণেই ক্রিকেটকে ঘৃণা করতাম!’ কেন এমন বললেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস?
এশিয়া কাপের আগে ভারতীয় দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহ এবং হার্ষাল প্যাটেল চোটের কারণে ছিটকে গিয়েছে। অন্যদিকে পাকিস্তান দলের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদিও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন। একইসঙ্গে এখন সোমবার দুষ্মন্ত চামিরার রূপে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা দল। তারা সকলেই ফাস্ট বোলার এবং সকলেই কোনও না কোন চোটে পড়েছেন এবং সেই কারণেই তারা টুর্নামেন্টের বাইরে ছিটকে গিয়েছেন।
এশিয়া কাপের এই মরশুমে ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান ছাড়াও আরও একটি দল বাছাইপর্বের মাধ্যমে টুর্নামেন্টে প্রবেশ করবে। সেই দল ভারত ও পাকিস্তানকে নিয়ে গঠিত গ্রুপের অংশ হবে। বর্তমানে ওমানে বাছাইপর্ব চলছে। সংযুক্ত আরব আমির শাহি, সিঙ্গাপুর,হংকং এবং কুয়েতের দল এতে অংশ নিয়েছে। যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা যোগ্যতা অর্জন করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।