নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে উড়িয়ে দিয়েছে ভারত। হোয়াইটওয়াশ হতে হয়েছে কিউয়িদের। পুরো সিরিজ জুড়ে দাপিয়ে খেলেছেন ভারতীয় ক্রিকেটারা। সিরিজে ডাবল সেঞ্চুরি করেছেন তরুণ ব্যাটার শুভমন গিল। শুধু ডবল সেঞ্চুরি নয়, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে ২০০ রানের মালিক হয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে অনেকদিন পর রানে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এই দুই টপ অর্ডার ব্যাটার বিপক্ষ দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছে। তবে একটা সময় কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল ভারত। ইনিংসের মাঝামাঝি সময় যখন চাপে থাকে মেন ইন ব্লু, তখন ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া। একই সঙ্গে শার্দুল ঠাকুর ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলেন। বল হাতেও দারুণ পারফরম্যান্স করেছিলেন শার্দুল। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শার্দুল বলেন, ‘এই পুরস্কারের জন্য ধন্যবাদ। তবে আমি আমার দায়িত্ব পালন করেছি। দলের প্রয়োজনে যখন ব্যাট করতে হয়েছে তখন ব্যাট করেছি। প্রয়োজনে বলও করেছি।’
তিনি আরও বলেন, ‘যখন আমি মাঠে থাকি সব সময় ভাবি এমন কিছু করতে হবে যার প্রভাব সরাসরি দলের উপর পড়বে এবং তার জন্য দল জিতবে। আমি ঠিক সেটাই করেছি।’
এই ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক লাথামের উইকেট অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেই উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। লাথাম ব্যাট করতে আসার সময় নিজেদের মধ্যে কিছু কথোপকথনে দেখা যায় হার্দিক, বিরাট কোহলি, রোহিত শর্মা ও শার্দুল ঠাকুরকে। সেই কথোপকথনের কিছু অংশ তুলে ধরেন শার্দুল। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম এই রকম কিছু একটা হতে পারে। কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যাবেন লাথাম সেটা ভাবিনি। বিরাট আমার কাছে এসে বলেছিল একটা স্লো ডেলিভারি করে দেখতে পারো। লং অফে দাঁড়িয়েছিল হার্দিক। ও এসে বলে তুমি যা করতে চাইছো কোনও রকম টেনশন ছাড়াই সেটা করে দেখো। রোহিত আমাকে অনেক সাহায্য করেছে। আমরা চারজন মিলে আলোচনা করার পরই স্লো ডেলিভারি করি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করেছিলাম লাথাম শর্টপিচ ডেলিভারি আশা করছে তাই স্লো ডেলিভারি করার সিদ্ধান্ত নিই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে আমরা খুব খুশি। নিউজিল্যান্ড খুব ভালো দল তাদের বিরুদ্ধে জিততে গেলে এইরকমই দলগত পারফরমেন্সের দরকার হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।