শুভব্রত মুখার্জি:- ব্যাডমিন্টনে শেষ কয়েক বছরে বেশ উন্নতি করেছেন ভারতীয় শাটলাররা। থমাস কাপ থেকে শুরু করে অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মঞ্চে ভারতীয় শাটলাররা অভূতপূর্ব সাফল্য পেয়েছে। সেই তালিকাতেই এবার যুক্ত হল আনমোল খরবের নাম। বয়স মাত্র ১৭ বছর। আর এই বয়সেই সিনিয়র পর্যায়ে নিজের প্রথম আন্তর্জাতিক খেতাব জিতে ফেললেন তিনি। শনিবার বেলজিয়ান আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টে জয়লাভ করলেন আনমোল খরব।
ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন ড্যানিস প্রতিযোগীর। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় আনমোল খরব রয়েছেন ২২২ নম্বরে। অন্যদিকে তাঁর ড্যানিস প্রতিপক্ষ আমালিয়া সুলজ এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় রয়েছেন ৮০ নম্বরে। তাঁর থেকে ক্রমতালিকায় এতটা এগিয়ে থাকা প্রতিযোগীর বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জিততে হল তাঁকে।
আরও পড়ুন… ভিডিয়ো: ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার কে? বিরাট কোহলির বদলে কার নাম নিলেন জসপ্রীত বুমরাহ!
১৭ বছর বয়সী আনমোল খরবের পক্ষে খেলার ফল ২৪-২২, ১২-২১, ২১-১০। এদিন প্রথম গেমে দুই শাটলারের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। টানটান উত্তেজনার প্রথম গেমে কোনপক্ষ কাউকে ছেড়ে কথা বললেন না এদিন। তবে শেষ পর্যন্ত ২৪-২২ ফলে শেষ হাসি হাসে আনমোল খরব।
আরও পড়ুন… একি অবস্থা! পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিতে পারছে না পিসিবি
তবে দ্বিতীয় গেমে ভালো কামব্যাক করেন সুইস প্রতিপক্ষ। তিনি ২১-১২ ফলে হারিয়ে দেন আনমোল খরবকে। ফলে ১-১ গেমে ড্র হয়। তৃতীয় গেমে আনমোল খরব প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন। একের পর এক ফোরহ্যান্ড স্ম্যাশে তিনি তৃতীয় গেমে প্রথম থেকেই লিড নেন। শেষ পর্যন্ত ২১-১০ ফলে তৃতীয় গেম জেতার পাশাপাশি ম্যাচটিও জিতে নেন তিনি।
আরও পড়ুন… Champions Cup 2024: বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে
সেমিফাইনালে আনমোল হারিয়েছিলেন বুলগেরিয়ার ক্যালোইয়ানা নালভানটোভাকে। নয়ডার সানরাইজ অ্যাকাদেমিতে অনুশীলন করেন তিনি। আনমোল প্রথম সবার নজরে আসেন এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে। সেই টুর্নামেন্টে ভারতকে জিততে সহায়তা করেন তিনি। সেমিফাইনালেও আনমোলকে লড়তে হয়েছিল তিন গেমের লড়াই। ফাইনালেও তাঁকে লড়তে হল তিন গেমের লড়াই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।