EURO 2020: ফুটবল মাঠে জয়ী মানবিকতা, এরিকসনের সম্মানে মিলে গেল বেলজিয়াম, ডেনমার্ক
Updated: 18 Jun 2021, 12:02 AM ISTক্রিশ্চিয়ান এরিকসনের সম্মানে ফুটবলের লড়াই দূরে সরিয়ে মিলে গেল লাল-সাদা। বেলজিয়াম-ডেনমার্কের প্লেয়ার থেকে মাঠে উপস্থিত সমর্থক প্রত্যেকেই মিলিত ভাবে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। এ ভাবেই মানসিক ভাবে ডেনমার্কের তারকা ফুটবলারকে অনুপ্রাণিত করলেন প্রত্যেকেই।
পরবর্তী ফটো গ্যালারি