বাংলা নিউজ > ময়দান > ইশানের হাফ-সেঞ্চুরিতে স্টোকসের অবদান, অতি সহজ ক্যাচ মিস ব্রিটিশ তারকার, দেখুন ভিডিও

ইশানের হাফ-সেঞ্চুরিতে স্টোকসের অবদান, অতি সহজ ক্যাচ মিস ব্রিটিশ তারকার, দেখুন ভিডিও

ক্যাচ ছাড়ছেন বেন স্টোকস। ছবি- টুইটার।

অভিষেককারী ভারতীয় ওপেনার ব্যক্তিগত ৪০ রানের মাথায় জীবন দান পান।

জাতীয় দলের জার্সিতে তাক লাগানো অভিষেক সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন ইশান কিষাণ। যদিও ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকানোর জন্য বেন স্টোকসকে ধন্যবাদ জানাতে পারেন টিম ইন্ডিয়ার নবাগত ওপেনার।

কেননা, ব্রিটিশ অল-রাউন্ডারের বদান্যতায় হাফ-সেঞ্চুরি করা সম্ভব হয় ইশানের পক্ষে। স্টোকস অতি সহজ ক্যাচ না ছাড়লে ব্যক্তিগত ৪০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হতো তাঁকে।

ভারতীয় ইনিংসের ৭.৪ ওভারের মাথায় আদিল রশিদের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন ইশান। তুলে মারলেও বল ঠিকমতো ব্যাটে কানেক্ট হয়নি। হাওয়ায় ভাসা বল স্টোকসের বুকের উচ্চতায় উড়ে আসে। নিতান্ত সহজ ক্যাচের সুযোগ হাতছাড়া করেন স্টোকস। আঙুল উপরের দিকে রেখে ক্যাচ ধরতে যাওয়াতেই বিপত্তি দেখা দেয়। বল হাতে লেগে মাটিতে পড়ে যায়।

এমন সহজ ক্যাচ ছাড়ার পর অত্যন্ত হতাশ দেখায় স্টোকসকে। কার্যত অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়তে দেখা যায় বোলার আদিলকেও।

রশিদ পরের ওভারে বল করতে এলে প্রথম দু'বলে জোড়া ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান। যদিও শেষমেশ রশিদের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন