বাংলা নিউজ > ময়দান > চোট সারিয়ে ইংল্যান্ডের ঘরোয়া T20 টুর্নামেন্টে মাঠে ফিরছেন বেন স্টোকস

চোট সারিয়ে ইংল্যান্ডের ঘরোয়া T20 টুর্নামেন্টে মাঠে ফিরছেন বেন স্টোকস

বেন স্টোকস। ছবি- ডারহ্যাম ক্রিকেট (টুইটার)।

আঙুলের চোটের কারণে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হয় স্টোকসকে।

প্রতীক্ষার অবসান। অবশেষে চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। আভাস আগেই ছিল, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল পূর্ব নির্ধারিত সময়ের আগেই মাঠে ফিরতে পারেন দলের তারকা অলরাউন্ডার। নিজের কাউন্টি ক্রিকেট দলের হয়েই মাঠে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হলেও ঠিক কোন সময়ে তিনি মাঠে ফিরবেন, সেই ঘিরে ছিল জল্পনা। 

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রবিবার (২০ জুন) ডারহ্যামের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া বিশ ওভারের টুর্নামেন্ট, টি-টোয়েন্টি ব্লাস্টে বার্মিহ্যাম বিয়ারের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন তারকা অলরাউন্ডার। স্টোকসকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুশীলনরত তাঁর একটি ছবিও পোস্ট করে ডারহ্যাম ক্রিকেট। পোস্টে লেখে, ‘তোমাকে স্বাগত স্টোকসি (ডাকনাম)। কালকে, বার্মিহ্যাম বিয়ার।’

এপ্রিলের ১২ তারিখ রাজস্থান রয়্যালসের হয়ে শেষবার মাঠে দেখা যায় ৩০ বছর বয়সী তারকা অলরাউন্ডারকে। সেই ম্যাচেই ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পান স্টোকস, আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হয়। অবশেষে ফের মাঠে দেখা যাবে তাঁকে। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট পেয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের উত্তরের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ডারহ্যাম। স্টোকস তাঁদের শীর্ষে পৌঁছে দিতে পারেন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

বন্ধ করুন