বাংলা নিউজ > ময়দান > Ben Stokes praising Virat Kohli: বিরাটের মতো খেলোয়াড়ের হদিশ পেয়েছে ইংল্যান্ড! পাকিস্তানে কোহলির প্রশংসায় স্টোকস

Ben Stokes praising Virat Kohli: বিরাটের মতো খেলোয়াড়ের হদিশ পেয়েছে ইংল্যান্ড! পাকিস্তানে কোহলির প্রশংসায় স্টোকস

বেন স্টোকস ও বিরাট কোহলি। (ছবি সৌজন্যে এএফপি ও এপি)

Ben Stokes praising Virat Kohli: পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই বেন স্টোকস বলেন, ‘বিরাট কোহলিও ওরকম একজন ক্রিকেটার।’ কীরকম ক্রিকেটার বলেছেন স্টোকস?

নিজের দলের খেলোয়াড় হ্যারি ব্রুকের প্রশংসা করছিলেন। সেইসময় বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলিরও ভূয়সী প্রশংসায় মাতলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। তাঁর মতে, বিরাটের মতো খেলোয়াড় একেবারেই বিরল। যাঁরা একইসঙ্গে তিনটি ফর্ম্যাটে শাসন করেন।

পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে দ্বিতীয় টেস্টের পর স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস বলেন, 'গত বছর গ্রীষ্মে দারুণ ফর্মে ছিল হ্যারি। গ্রীষ্মের শেষে অভিষেক হওয়ার আগে সবধরনের অভিজ্ঞতা ছিল। এখানে এসে আবারও সেরকম পারফরম্যান্স করা সত্যি অবিশ্বাস্য। ও সেই বিরল খেলোয়াড়দের মধ্যে অন্যতম যে সবধরনের ক্রিকেটের সব ফর্ম্যাটে সাফল্য পাবে। দুর্দান্ত। তবে বিরাট কোহলিও ওরকম একজন ক্রিকেটার। ওর টেকনিক এতটাই সাধারণ যে সব জায়গায় কাজে দেয়। বিপক্ষের উপর ও যে চাপটা তৈরি করে, আমরা সেটাই করার চেষ্টা করা হয়নি।'

পাকিস্তানের বিরুদ্ধে হ্যারি ব্রুক

এবার পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে আছেন ব্রুক। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পুরো টি-টোয়েন্টি খেলেছিলেন। ১১৬ বলে ১৫৩ রান করেছিলেন। ১৯ টি চার এবং পাঁচটি ছক্কা মেরেছিলেন। দ্বিতীয় ইনিংসেও একই ছন্দে ব্যাটিং করেছিলেন তরুণ ইংরেজ ক্রিকেটার। ৬৫ বলে ৮৭ রান করেছিলেন। মেরেছিলেন ১১ টি চার এবং তিনটি ছক্কা।

মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র নয় রানে আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলেন ইংরেজের তরুণ ক্রিকেটার ব্রুক। যে ইনিংসে ইংল্যান্ড ২৭৯ রানে অল-আউট হয়ে গিয়েছিল, সেই টেস্টে ১৪৯ বলে ১০৮ রান করেন। প্রথম টেস্টের মতো মারকাটারি ইনিংস না খেললেও ব্রুকের স্ট্রাইক রেট নেহাত কম ছিল না (স্ট্রাইক রেট প্রায় ৭৩)।  ১৪ টি চার এবং একটি ছক্কা মারেন।

আরও পড়ুন: PAK vs ENG Rawalpindi Test Pitch: বোর্ড সভাপতির মন্তব্যকে হাতিয়ার, রাওয়ালপিণ্ডি পিচের জেরে মুখ পুড়ল পাকিস্তানের

ব্রুকের ইনিংসটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা ব্যাখ্যাতীত। ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম অধীনে টেস্টে যে ‘ব্যাজবল’ তত্ত্বে এগোচ্ছেন স্টোকসরা, সেই তত্ত্বের অন্যতম ধারক-বাহক হলেন ব্রুক। যে তারকার দুর্দান্ত সৌজন্যে ২৬ রানে দ্বিতীয় টেস্টে জিতে যায় ইংল্যান্ড। সেইসঙ্গে ১৭ বছর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়ে। ১৯৫৯ সালের পর পাকিস্তানকে ঘরের মাঠে বড়সড় লজ্জার মুখে পড়তে হয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন