বাংলা নিউজ > ময়দান > BENG vs HP Ranji Trophy: বড় রানের লিড বাংলার হাতে, ইডেনে হিমাচলকে চেপে ধরেছেন মনোজরা
ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে পুনরায় ব্যাট করতে নামে বাংলা। ছবি- সিএবি।

BENG vs HP Ranji Trophy: বড় রানের লিড বাংলার হাতে, ইডেনে হিমাচলকে চেপে ধরেছেন মনোজরা

Bengal vs Himachal Pradesh Ranji Trophy 2022-23 Day 2 Live Score: প্রথম ইনিংসের নিরিখে ১৮০ রানের বড়সড় লিড নেন মনোজ তিওয়ারিরা। দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা।

ইডেনে শক্তিশালী উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছে বাংলা। এবার ঘরের মাঠেই তাদের লড়াই হিমাচলপ্রদেশের বিরুদ্ধে। অভিমন্যু ঈশ্বরন এখনও জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে রয়েছেন। ফলে এই ম্য়াচেও বাংলার নেতৃত্ব মনোজ তিওয়ারির হাতে। বাংলা অবশ্য চোটের জন্য এই ম্য়াচে পায়নি পেসার প্রীতম চক্রবর্তীকে। তাঁর পরিবর্তে বাংলার জার্সিতে রঞ্জি অভিষেক হয় রবিকান্ত সিংয়ের, যিনি ২০১২ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।

21 Dec 2022, 04:15:01 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

মন্দ আলোয় নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। প্রথম ইনিংসের নিরিখে ১৮০ রানে এগিয়ে থাকা বাংলা দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৯ রান তুলেছে। কৌশিক ঘোষ ৬০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার মারেন। ৩৪ বলে ৩২ রান করে নট-আউট থাকেন সুদীপ ঘরামি। তিনি ৫টি চার মারেন। সুতরাং, বাংলার হাতে লিড রয়েছে ২৬৯ রানের।

21 Dec 2022, 03:31:03 PM IST

বাংলার লিড ছাড়াল ২৫০ 

১৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। সুচরাং, প্রথম ইনিংসের ১৮০ রান মিলিয়ে বাংলার হাতে লিড রয়েছে ২৫১ রানের। কৌশিক ঘোষ ১৭ ও সুদীপ ঘরামি ১৯ রানে ব্যাট করছেন।

21 Dec 2022, 03:12:00 PM IST

৫০ টপকাল বাংলা

দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল বাংলা। ১২ ওভার শেষে বাংলার স্কোর ১ উইকেটে ৫৬ রান। ৩৮ বলে ১২ রান করেছেন কৌশিক ঘোষ। ১৪ বলে ৯ রান করেছেন সুদীপ ঘরামি। কৌশিক ২টি ও সুদীপ ১টি চার মেরেছেন।

21 Dec 2022, 02:43:08 PM IST

অভিষেক দাস আউট

৪.৫ ওভারে বৈভব আরোরার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অভিষেক দাস। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি। ৬ ওভারে বাংলার স্কোর ১ উইকেটে ৩৭ রান। ১২ বলে ২ রান করেছেন কৌশিক ঘোষ। বাংলার হাতে লিড রয়েছে ২১৭ রানের।

21 Dec 2022, 02:20:38 PM IST

হিমাচলকে ফলো-অন করাল না বাংলা

সুযোগ থাকা সত্ত্বেও হিমাচলপ্রদেশকে ফলো-অন করাল না বাংলা। বদলে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন মনোজ তিওয়ারিরা। দ্বিতীয় ইনিংসেও বাংলার হয়ে যথারীতি ওপেন করতে নামেন অভিষেক দাস ও কৌশিক ঘোষ। বোলিং শুরু করেন বৈভব আরোরা। প্রথম ওভারে ১ রান ওঠে।

21 Dec 2022, 01:56:25 PM IST

সস্তায় অল-আউট হিমাচল

৪৬.৫ ওভারে আকাশ দীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিদ্ধার্থ শর্মা। ১১ বলে ৩ রান করেন তিনি। হিমাচল প্রথম ইনিংসে মাত্র ১৩০ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের নিরিখে ১৮০ রানের বড়সড় লিড পেয়ে যায় বাংলা। প্রশান্ত চোপড়া ৮টি বাউন্ডারির সাহায্যে ১৪৯ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। শাহবাজ আহমেদ ৩২ রানে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন ইশান পোড়েল ও আকাশ দীপ। ১টি উইকেট দকল করেন সায়ন শেখর মণ্ডল। হিমাচল প্রথম ইনিংসে অল-আউট হওয়া মাত্রই চায়ের বিরতি ঘোষিত হয়।

21 Dec 2022, 01:35:04 PM IST

৫ উইকেট শাহবাজের

৪১.৬ ওভারে শাহবাজের বলে কৌশিক ঘোষের হাতে ধরা পড়েন কানওয়ার। ১১ বলে ১ রান করেন তিনি। হিমাচল ১২০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিদ্ধার্থ শর্মা। শাহবাজ প্রথম ইনিংসে ৫ উইকেট দখল করেন।

21 Dec 2022, 01:23:10 PM IST

ফলো-অন বাঁচাতে লড়ছেন প্রশান্ত

৪০ ওভার শেষে প্রথম ইনিংসে হিমাচলপ্রদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১৭ রান। ১২৬ বলে ৬৩ রান করেছেন প্রশান্ত চোপড়া। তিনি ৮টি চার মেরেছেন। ৬ বলে ১ রান করেছেন কেডি সিং। ফলো-অন এড়াতে প্রথম ইনিংসে হিমাচলকে তুলতে হবে ১৬১ রান।

21 Dec 2022, 12:59:46 PM IST

বৈভবকে ফেরালেন শাহবাজ

৩৫.৬ ওভারে শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বৈভব আরোরা। ১৩ বলে ২ রান করেন তিনি। হিমাচল ১১২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেডি সিং। ৫৮ রানে ব্যাট করছেন প্রশান্ত চোপড়া। শাহবাজ ৮ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

21 Dec 2022, 12:32:50 PM IST

হাফ-সেঞ্চুরি চোপড়ার, আউট মায়াঙ্ক

৭টি বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন প্রশান্ত চোপড়া। ৩০.৬ ওভারে ইশান পোড়েলের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন মায়াঙ্ক ডাগর। ২১ বলে ১৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। হিমাচল ৯৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বৈভব আরোরা। 

21 Dec 2022, 11:39:16 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

বাংলার ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে হিমাচলপ্রদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৬টি উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় দিনের লাঞ্চে তারা প্রথম ইনিংসে ২৮ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। ৭৬ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন প্রশান্ত চোপড়া। তিনি ৫টি চার মেরেছেন। ১৬ বলে ১৪ রান করে নট-আউট রয়েছেন মায়াঙ্ক ডাগর। তিনি ২টি চার মেরেছেন। শাহবাজ ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট দখল করেছেন ইশান পোড়েল, আকাশ দীপ ও সায়ন শেখর।

21 Dec 2022, 11:20:21 AM IST

প্রবীণ ঠাকুর আউট

২৪.৪ ওভারে সায়ন শেখর মণ্ডলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন প্রবীণ ঠাকুর। ২টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। হিমাচল ৬৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মায়াঙ্ক ডাগর।

21 Dec 2022, 11:16:54 AM IST

৫০ টপকেছে হিমাচল

২৪ ওভার শেষে হিমাচলপ্রদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৩ রান। কার্যত একা লড়াই চালাচ্ছেন প্রশান্ত চোপড়া। তিনি ৭০ বলে ৩৬ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ২৮ বলে ৯ রান করে প্রশান্তকে সঙ্গ দিচ্ছেন প্রবীণ। তিনি ২টি চার মেরেছেন।

21 Dec 2022, 10:48:55 AM IST

একপ্রান্ত আঁকড়ে প্রশান্ত

১৮ ওভার শেষে হিমাতলপ্রদেশের স্কোর ৫ উইকেটে ৪৫ রান। ২৪ রানে ব্যাট করছেন প্রশান্ত চোপড়া। মেরেছেন ৩টি চার। ৫ রানে অপরাজিত রয়েছেন প্রবীণ। তিনি ১টি চার মেরেছেন।

21 Dec 2022, 10:29:59 AM IST

ঋষি ধাওয়ানকে ফেরালেন আকাশ দীপ

ইনিংসের ১৪তম ওভারে প্রথমবার বল করতে আসেন আকাশ দীপ। নিজের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফেরান হিমাচল দলনায়ক ঋষি ধাওয়ানকে। ১৩.৬ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ঋষি। ১৩ বলে ১ রান করেন তিনি। হিমাচল ৩৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রবীণ ঠাকুর। উল্লেখ্য, প্রথম দিনে বাংলা একসময় ৪৪ রানে ৫ উইকেট হারিয়েছিল। ২৩ রানে ব্যাট করছেন প্রশান্ত চোপড়া।

21 Dec 2022, 10:03:34 AM IST

শাহবাজের তৃতীয় শিকার আকাশ

দিনের প্রথম ঘণ্টাতেই পরপর চারটি উইকেট তুলে নেয় বাংলা। ৯.৫ ওভারে শাহবাজের বলে সায়ন শেখর মণ্ডলের হাতে ধরা পড়েন আকাশ বশিষ্ট। ১৬ বলে ৫ রান করেন তিনি। হিমাচলপ্রদেশ ২৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষি ধাওয়ান। শাহবাজ ৫ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

21 Dec 2022, 09:43:45 AM IST

অমিতকে সাজঘরে ফেরালেন শাহবাজ 

৫.১ ওভারে শাহবাজ আহমেদের বলে অভিষেক দাসের হাতে ধরা দেন অমিত কুমার। ১০ বলে ২ রান করেন তিনি। হিমাচল ১৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ বশিষ্ট।

21 Dec 2022, 09:29:15 AM IST

অঙ্কিতকে ফেরালেন ইশান

২.২ ওভারে ইশান পোড়েলের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন অঙ্কিত। ৪ বলে ১ রান করেন তিনি। হিমাচলপ্রদেশ ১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অমিত কুমার।

21 Dec 2022, 09:22:31 AM IST

শুরুতেই সাফল্য, রাঘবকে ফেরালেন শাহবাজ

শুরুতেই সফল ক্যাপ্টেন মনোজের পরিকল্পনা। ইশান পোড়েলকে দিয়ে বোলিং শুরু করালেও দ্বিতীয় ওভারেই বাংলা আক্রমণে নিয়ে আসে শাহবাজ আহমেদকে। তৃতীয় বলেই তিনি তুলে নেন রাঘব ধাওয়ানের উইকেট। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করে কৌশিক ঘোষের হাতে ধরা পড়েন রাঘব। হিমাচল ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত কলসি।

21 Dec 2022, 09:20:05 AM IST

প্রথম ইনিংসে রান তাড়া শুরু হিমাচলের

প্রশান্ত চোপড়াকে সঙ্গে নিয়ে হিমাচলপ্রদেশের হয়ে ওপেন করতে নামেন রাঘব ধাওয়ান। বোলিং শুরু করেন বাংলার ইশান পোড়েল। প্রথম ওভারে ৫ রান ওঠে।

21 Dec 2022, 09:06:20 AM IST

অনুষ্টুপ ফিরতেই অল-আউট বাংলা

দ্বিতীয় দিনে মাত্র ২ বল স্থায়ী হল বাংলার প্রথম ইনিংস। ৭৮.২ ওভারে বৈভব আরোরার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অনুষ্টুপ। ২০৭ বলে ১৫৯ রান করেন তিনি। মারেন ২১টি চার ও ২টি ছক্কা। বাংলা গতদিনের ৩১০ রানেই প্রথম ইনিংস শেষ করে। ইশান ৬ রানে অপরাজিত থাকেন।

21 Dec 2022, 08:55:43 AM IST

প্রথম দিনের স্কোর

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা একসময় লাঞ্চের আগেই ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা প্রথম দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ৩১০ রান তুলে। শাহবাজ আহমেদ ৪৯  রান করে আউট হন। আকাশ দীপ ৩৪ রান করে সাজঘরে ফেরেন। ২১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০৫ বলে ১৫৯ রান করে অপরাজিত থাকেন অনুষ্টুপ মজুমদার। ইশান পোড়েল প্রথম দিনে নট-আউট থাকেন ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৬ রান করে। প্রথম দিনে ৬৯ রানে ৫ উইকেট নেন হিমাচলের সিদ্ধার্থ শর্মা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’ চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী দেবের সঙ্গে তাঁর ঝগড়ায় সেতুবন্ধনের কাজ কে করে? খোলসা করলেন রুক্মিণী পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই ১২ বছরেও MBBS-এ পাশ করতে পারেনি, তার ‘চিকিৎসায়’ মারা গেল রোগী সপ্তমীর সকালেই বুধের প্রবেশ শুক্রের ঘরে, ৭ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে এক আকাশের নিচের সময়ও অভিনেত্রীদের হেনস্থা করতেন অরিন্দম! দাবি স্বস্তিকার পুজোর আগে রোজভ্যালির কয়েক কোটি টাকা ফেরত, কত করে পেলেন আমানতকারীরা? আমরা একটা পরিবার; ‘মিনি ডার্বির’ আগে বার্তা মহামেডানের মেসির দেশের ফরওয়ার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.