বাংলার সামনে সুযোগ ছিল দীর্ঘ ৩৩ বছর পরে ফের রঞ্জি ট্রফির খেতাব ঘরে তোলার। যদিও ইডেনে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে হার মানতে হয় মনোজ তিওয়ারিদের। চার দিনই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে সৌরাষ্ট্র। আগাগোড়া দাপট দেখিয়ে ফের রঞ্জি ফাইনালে বাংলাকে হারিয়ে দেন জয়দেব উনাদকাটরা। উল্লেখ্য, ২০১৯-২০ মরশুমেও রঞ্জি ফাইনালে বাংলাকে পরাজিত করে সৌরাষ্ট্র। সেদিক থেকে ইতিহাসের পুনরাবৃত্তি হল এবার।
টুর্নামেন্টের সেরা অর্পিত
১০টি ম্যাচের ১৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ৭৫.৫৮ গড়ে ৯০৭ রান সংগ্রহ করেন অর্পিত বাসবদা। তিনি ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন। ব্যাট হাতে এমন অনবদ্য পারফর্ম্যান্সের জেরে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অর্পিত বাসবদা।বিস্তারিত পড়ুন:- Ranji Trophy Final: ৯০০ রানের গণ্ডি টপকে রঞ্জি ট্রফির সেরা খেলোয়াড় অর্পিত
ম্যাচের সেরা উনাদকাট
প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জয়দেব উনাদকাট। দ্বিতীয় ইনিংসে ৮৫ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সৌরাষ্ট্র দলনায়ক জয়দেব উনাদকাট।
রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র
জয়ের জন্য ১২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা সৌরাষ্ট্র ২.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ উইকেটে ফাইনাল ম্যাচ জিতে ফের রঞ্জি চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। উল্লেখ্য ২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালেও বাংলাকে পরাজিত করেন জয়দেব উনাদকাটরা। সেদিক থেকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল রঞ্জি ফাইনালে।
গোহিলকে ফেরালেন আকাশ দীপ
শেষ ইনিংসে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই ১ উইকেট হারাল সৌরাষ্ট্র। ১.১ ওভারে আকাশ দীপের বলে সুদীপ ঘরামির হাতে ধরা পড়েন জয় গোহিল। ব্যাট করতে নামেন বিশ্বরাজ জাদেজা। তিনি মাঠে নেমেই বাউন্ডারি মারেন। এখনও খাতা খোলেননি হার্ভিক দেশাই।
অল-আউট বাংলা
৭০.৪ ওভারে জয়দেব উনাদকাটের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইশান পোড়েল। ২১ বলে ২২ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। বাংলা দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অল-আউট হয়। মুকেশ কুমার ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসের খামতি বাদ দিয়ে বাংলার হাতে লিড ১১ রানের। সুতরাং, চ্যাম্পিয়ন হতে সৌরাষ্ট্রের দরকার মাত্র ১২ রান। জয়দেব উনাদকাট ৮৫ রানে ৬ উইকেট দখল করেন। ৭৬ রানে ৩ উইকেট নেন সাকারিয়া।
বাংলার লিড ১০ রানের
৭০ ওভার শেষ দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৯ উইকেটে ২৪০ রান। সুতরাং, ১০ রানে এগিয়ে রয়েছে বাংলা। ইশান পোড়েল ২২ ও মুকেশ কুমার ১৪ রানে ব্যাট করছেন।
ইনিংস হার বাঁচাল বাংলা
৬৯ ওভার শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ২৩২ রান। প্রথম ইনিংসের খামতি মিটিয়ে ২ রানের লিড রয়েছে বাংলার হাতে। সুতরাং, ইনিংস হারের লজ্জা এড়িয়ে যায় বাংলা। জিততে হলে সৌরাষ্ট্রকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই হবে। ইশান ১৫ ও মুকেশ ১৩ রানে ব্যাট করছেন।
জয়ের দোরগোড়ায় সৌরাষ্ট্র
৬৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৯ উইকেটে ২২১ রান। এখনও ৯ রানে পিছিয়ে রয়েছে বাংলা। ইশান পোড়েল ১৫ ও মুকেশ কুমার ২ রান করেছেন।
৫ উইকেট উনাদকাটের
৬৪.৩ ওভারে উনাদকাটের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আকাশ ঘটক। ৯ বলে ৪ রান করেন তিনি। বাংলা ২০৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল। উনাদকাট দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন। বাংলা এখনও ২৫ রানে পিছিয়ে।
আকাশ দীপ আউট
৬২.১ ওভারে উনাদকাটের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন আকাশ দীপ। ৩ বলে ১ রান করেন তিনি। বাংলা ২০০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার।
সাকারিয়ার শিকার অভিষেক
৬১.৪ ওভারে চেতন সাকারিয়ার বলে বড় শট নিতে গিয়ে পার্থর হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ১১ বলে ৩ রান করেন অভিষেক। বাংলা ১৯৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ।
মনোজকে ফেরালেন উনাদকাট
৬০.৬ ওভারে জয়দেব উনাদকাটের বলে বিশ্বরাজ জাদেজার হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ১৫৪ বলে ৬৮ রান করেন তিনি। মারেন ১০টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ ঘটক। বাংলা এখনও পিছিয়ে ৩২ রানে। ৬২ ওভার শেষে বাংলার স্কোর ৭ উইকেটে ২০০ রান।
রান-আউট হয়ে সাজঘরে শাহবাজ
বিরাট ধাক্কা বাংলা শিবিরে। ৫৮.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন শাহবাজ আহমেদ। উনাদকাটের বলে লেগ সাইডে শট নেন মনোজ। অতি সহজেই ২ রান সংগ্রহ করেন দুই ব্যাটসম্যান। পরে তিন রান নেওয়ার জন্য কল করেন মনোজ। শাহবাজের নজর ছিল বলের দিকে। তিনি ক্যাপ্টেনের ডাকে সাড়া দিয়ে দৌড় শুরু করেন। মনোজ পরিস্থিতি প্রতিকূল দেখে ইউটার্ন নিয়ে ক্রিজে ফিরে যান। তবে শাহবাজ লক্ষ্য করেননি মনোজকে। দুই ব্যাটসম্যান একই প্রান্তে পৌঁছে যান। ফিল্ডার বাসবদা বল ছুঁড়ে দেন বোলার উনাদকাটের হাতে। তিনি ধীরে সুস্থে স্টাম্প ভেঙে দিয়ে রান-আউট করেন শাহবাজকে। তিনি ৩৮ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন। মারেন ৪টি চার। বাংলা ১৯২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল। মনোজ ব্যাট করছেন ৬৭ রানে।
ইতিবাচক শুরু বাংলার
চতুর্থ দিনের সকালে ইতিবাচক শুরু বাংলার। প্রথম ৩ ওভারে ১৭ রান সংগ্রহ করে তারা। ৫৬ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ১৮৬ রান। মনোজ ৬৩ ও শাহবাজ ২৩ রানে ব্যাট করছেন।
চতুর্থ দিনের খেলা শুরু
চতুর্থ দিনে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। বোলিং শুরু করেন চেতন সাকারিয়া। শুরুতেই নো-বল করেন চেতন। ওভারের শেষ বলে চার মারেন মনোজ। ৫৪ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ১৭৫ রান।
প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে আগেও ম্যাচ জিতেছে বাংলা
চলতি রঞ্জি মরশুমে একাধিক ম্যাচে প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বাংলা। ইডেনে একেবারে শুরুতেই উত্তরপ্রদেশের কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে সরাসরি ম্যাচ জেতে বাংলা। পরে কল্যাণীতে বরোদার কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে ম্যাচ জেতেন মনোজরা।
বাংলার দুশ্চিন্তার কারণও রয়েছে
চলতি মরশুমে বাংলার সব থেকে সফল তিন ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরন, সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদর ইতিমধ্যেই সাজঘরে ফিরেছেন। এই অবস্থায় চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট হারালে বিপদে পড়বে বাংলা।
আশায় বুক বাঁধছে বাংলা
তৃতীয় দিনে মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন। দুউ তারকাই বড় রানের ইনিংস খেলার ক্ষমতা রাখেন। উইকেটকিপার-ব্যাটসম্যান অভিষেক পোড়েল সেমিফাইনালের পরে ফাইনালের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন। সুতরাং, বড় মঞ্চে নিজেকে মেলে ধরার ক্ষমতা রয়েছে তাঁরও। আকাশ ঘটকের ব্যাটের হাত যে নিতান্ত মন্দ নয়, সেটা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। আকাশ দীপ ব্যাট চালিয়ে দলের ইনিংসে কার্যকরী অবদান রাখতে পারেন। সুতরাং, বাংলা চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসকে টেনে নিয়ে যেতে পারলে সৌরাষ্ট্রের সামনে চ্যালেঞ্জিং একটা টার্গেট ঝুলিয়ে দিতে পারে।
তৃতীয় দিনের স্কোর
তৃতীয় দিনে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪০৪ রানে। অর্পিত বাসবদা ৮১ ও চিরাগ জানি ৬০ রানে আউট হন। মুকেশ কুমার ৪টি এবং আকাশ দীপ ও ইশান পোড়েল ৩টি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসের নিরিখে ২৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। আপাতত তারা সৌরাষ্ট্রের থেকে ৬১ রানের পিছিয়ে থাকে। অনুষ্টুপ মজুমদার ৬১ রান করে আউট হন। মনোজ তিওয়ারি ৫৭ ও শাহবাজ আহমেদ ১৩ রানে নট-আউট থাকেন।
দ্বিতীয় দিনের স্কোর
বাংলার ১৭৪ রানের জবাবে সৌরাষ্ট্র দ্বিতীয় দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তোলে। হার্ভিক দেশাই ৫০ ও শেল্ডন জ্যাকসন ৫৯ রান করে আউট হন। অর্পিত বাসবদা ৮১ ও চিরাগ জানি ৫৭ রান করে নট-আউট থাকেন। ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও ইশান পোড়েল। সুতরাং, দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসের নিরিখে ১৪৩ রানের লিড নেয় সৌরাষ্ট্র।
প্রথম দিনের স্কোর
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। শাহবাজ আহমেদ ৬৯ ও অভিষেক পোড়েল ৫০ রান করেন। ৩টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া। পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮১ রান তোলে।