অত্যন্ত ইতিবাচকভাবে চলতি রঞ্জি ট্রফি মরশুম শুরু করেছে বাংলা। ইডেনের প্রথম ম্যাচে তারা শক্তিশালী উত্তরপ্রেদশের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয়। পরে ঘরের মাঠেই দ্বিতীয় ম্যাচে হিমাচলপ্রদেশের বিরুদ্ধেও দাপট দেখায়। যদিও ৩ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় মনোজ তিওয়ারিদের। তৃতীয় ম্যাচে নাগাল্যান্ডকে তাদের ঘরের মাঠে এক ইনিংসের ব্যবধানে বিধ্বস্ত করে বাংলা। এবার টুর্নামেন্টের চতুর্থ লিগ ম্যাচে মনোজদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। অ্যাওয়ে ম্যাচ থেকে ফের পুরো পয়েন্ট তুলে নেওয়ার হাতছানি রয়েছে বাংলা ক্রিকেট দলের সামনে। আপাতত টস হারা সত্ত্বেও ম্যাচের প্রথম তিনদিনেই দাপট দেখায় বাংল।
তৃতীয় দিনের খেলা শেষ
প্রথম ইনিংসের নিরিখে ১১৫ রানে এগিয়ে থাকা বাংলা তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪৮ রান তোলে। তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২৪ ওভার। অভিমন্যু ঈশ্বরন ৭১ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার মারেন। ৭২ বলে ২৪ রান করে নট-আউট থাকেন সুদীপ ঘরামি। তিনি ৪টি চার মেরেছেন। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলা এগিয়ে রয়েছে ১৬৩ রানে। শেষ দিনের প্রথম সেশনে দ্রুত গতিতে রান তুলে ব্যাট ছেড়ে দিয়ে উত্তরাখণ্ডকে পালটা ব্যাট করতে ডাকতে পারে বাংলা। না হারলে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিশ্চিত বাংলার। তবে সরাসরি হারাতে পারলে ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঘরো তোলার সুযোগ রয়েছে মনোজ তিওয়ারিদের সামনে।
দেড়শো ছাড়াল বাংলার লিড
২০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ১ উইকেটে ৪৫ রান। অভিমন্যু ঈশ্বরন ২৩ রানে ব্যাট করছেন। ২২ রানে অপরাজিত রয়েছেন সুদীপ ঘরামি। প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলা এগিয়ে রয়েছে ১৬০ রানে।
নড়বড়ে শুরু বাংলার
২.৫ ওভারে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১০ রান তুলেছে। ৭ বলে ৫ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ১টি চার মেরেছেন। ৯ বলে ৫ রান করেছেন সুদীপ ঘরামি। তিনিও ১টি চার মেরেছেন।
প্রথম বলেই আউট সায়ন
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল বাংলা। প্রথম বলেই আউট সায়ন শেখর মণ্ডল। গোল্ডেন ডাকে মায়াঙ্ক মিশ্রর বলে এলবিডব্লিউ হন সায়ন। বাংলা রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খুলে ফেলে। ঈশ্বরনের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন সুদীপ ঘরামি।
চায়ের বিরতি
বাংলার ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড তাদের প্রথম ইনিংসে ২৭২ রানে অল-আউট হয়ে যায়। উত্তরাখণ্ডের প্রথম ইনিংস শেষ হওয়া মাত্রই চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম ইনিংসের নিরিখে বাংলা এগিয়ে থাকে ১১৫ রানে। সুতরাং, সরাসরি হেরে না বসলে ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিশ্চিত বাংলার।
কুণালকে ফেরালেন প্রদীপ্ত
১০৫.৩ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে গীত পুরির হাতে ধরা পড়েন কুণাল চাণ্ডেলা। ৩০৪ বলে ১৩৬ রান করেন তিনি। মারেন ১৩টি চার ও ২টি ছক্কা। উত্তরাখণ্ড ২৭২ রানে অল-আউট হয়ে যায়। দীপক কোনও রান না করে অপরাজিত থাকেন। প্রদীপ্ত ৫৮ রানে ৪ উইকেট নেন। ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন আকাশ দীপ। ৬৬ রানে ৩ উইকেট দখল করেন শাহবাজ আহমেদ।
আকাশকে ফেরালেন প্রদীপ্ত
৯৯.৫ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে আকাশ মাধওয়ালকে স্টাম্প-আউট করেন অভিষেক পোড়েল। ৫ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। উত্তরাখণ্ড ২৫১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপত ধাপোলা।
অভয় নেগি আউট
৯৮.২ ওভারে আকাশ দীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভয় নেগি। ১৬৩ বলে ৫০ রান করেন তিনি। মারেন ৩টি চার। উত্তরাখণ্ড ২৪৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ মাধওয়াল।
অভয়ের হাফ-সেঞ্চুরি
৩টি বাউন্ডারির সাহায্যে ১৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভয় নেগি। ৯৫ ওভার শেষে উত্তরাখণ্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান। ২৬৬ বলে ১১০ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ১২টি চার মেরেছেন। ১৫১ বলে ৫০ রান করেছেন অভয়।
কুণালের শতরান
১১টি বাউন্ডারির সাহায্যে ২৩৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন কুণাল চাণ্ডেলা। ৮৮ ওভার শেষে উত্তরাখণ্ডের স্কোর ৭ উইকেটে ২২২ রান। ১০১ রানে ব্যাট করছেন কুণাল। ৪০ রান করেছেন অভয় নেগি।
লাঞ্চের বিরতি
বাংলার ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের লাঞ্চে উত্তরাখণ্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে। তারা সাকুল্যে ৭৯ ওভার ব্যাট করেছে। কুণাল চাণ্ডেলা ২২৩ বলে ৮৭ রান করেছেন। তিনি ১১টি চার মেরেছেন। ৯৭ বলে ৩২ রান করেছেন অভয় নেগি। তিনি ২টি চার মেরেছেন। শাহবাজ ৫৭ রানে ৩টি উইকেট নিয়েছেন।
জমাট প্রতিরোধ কুণালদের
৭০ ওভার শেষে প্রথম ইনিংসে উত্তরাখণ্ডের স্কোর ৭ উইকেটে ১৭৯ রান। ২০২ বলে ৭৮ রান করেছন কুণাল। তিনি ১০টি চার মেরেছেন। ৬৪ বলে ২৪ রান করেছেন অভয়। তিনি ২টি চার মেরেছেন।
১৫০ টপকাল উত্তরাখণ্ড
৬৩ ওভার শেষে প্রথম ইনিংসে উত্তরাখণ্ডের স্কোর ৭ উইকেটে ১৫৭ রান। ১৭৯ বলে ৬৪ রান করেছেন কুণাল চাণ্ডেলা। তিনি ৮টি চার মেরেছেন। ৪৫ বলে ১৬ রান করেছেন অভস নেগি। তিনি ২টি চার মেরেছেন।
হাফ-সেঞ্চুরি কুণালের
৬টি বাউন্ডারির সাহায্যে ১৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কুণাল চাণ্ডেলা। ৫৭ ওভার শেষে উত্তরাখণ্ডের স্কোর ৭ উইকেটে ১৩৫ রান। কুণাল ৫৩ রানে ব্যাট করছেন। ১০ রান করেছেন অভয়।
অখিলকে ফেরালেন শাহবাজ
৪৮.২ ওভারে শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অখিল রাওয়াত। ৯২ বলে ৪০ রান করেন তিনি। মারেন ৭টি চার। উত্তরাখণ্ড ১১৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভয় নেগি।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৮৭ রানে। তারা ১২০.৫ ওভার ব্যাট করে। অভিমন্যু ঈশ্বরন ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮৭ বলে ১৬৫ রান করে আউট হন। শাহবাজ আহমেদ অপরাজিত থাকেন ৪০ রান করে। ৬৮ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন। মায়াঙ্ক মিশ্র ৯৫ রানে ৬টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১০৪ রান তোলে। তারা ৪৩ ওভার ব্যাট করে। কুণাল চাণ্ডেলা ১২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার মেরেছেন। ৭১ বলে ৩২ রান করে নট-আউট থাকেন অখিল রাওয়াত। তিনি ৬টি চার মেরেছেন। বাংলার হয়ে ২টি করে উইকেট নেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামানিক।
প্রথম দিনের স্কোর
দেরাদুনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তোলে। তারা প্রথম দিনে সাকুল্যে ৮৪.৩ ওভার ব্যাট করে। সায়ন শেখর মণ্ডল ১৮, সুদীপ ঘরামি ৯০ ও অনুষ্টুপ মজুমদার ৩ রান করে আউট হন। অভিমন্যু ঈশ্বরন শতরান করেন। দিনের শেষে তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ১৪১ রানে। প্রথম দিনে উত্তরাখণ্ডের হয়ে ৩টি উইকেটই নেন মায়াঙ্ক মিশ্র।