বাংলা নিউজ > ময়দান > BEN vs UP Ranji Trophy; অভিমন্যুর পরিবর্তে অভিষেক পুরো ফ্লপ! রঞ্জিতে জিতেও চটে লাল বাংলার অধিনায়ক

BEN vs UP Ranji Trophy; অভিমন্যুর পরিবর্তে অভিষেক পুরো ফ্লপ! রঞ্জিতে জিতেও চটে লাল বাংলার অধিনায়ক

মনোজ তিওয়ারি এবং সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। ছবি- সিএবি 

উত্তর প্রদেশকে ৬ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা। তবে প্রথম ইনিংসে বাংলার অবস্থা মোটেই ভালো ছিল না। কিন্তু ইশান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে মনোজ, অনুষ্টুপ,কৌশিক বড় রান করেন। ম্যাচ জিতলেও নিজেদের আরও উন্নতির প্রয়োজন বলে মনে করেন মনোজ। 

উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচেই ছয় উইকেটে জয় পেল বাংলা। তবে প্রথম ইনিংসে যেভাবে শুরু করেছিলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা, তা দেখে মনে হয়েছিল হার দিয়েই রঞ্জি শুরু করতে চলেছে বাংলা। কিন্তু তা হয়নি। ইশান পোড়েলের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচে ফিরে আসে বঙ্গ ব্রিগেডকে। দ্বিতীয় ইনিংসে বাংলাকে ২৫৯ রানের টার্গেট দেয় উত্তরপ্রদেশ। সেই রান সহজেই তুলে নেয় বাংলা।

অবশ্য টপ অর্ডার ব্যাটার অভিষেক দাশের পারফরম্যান্সে মোটেই খুশি নন অধিনায়ক মনোজ তিওয়ারি। অভিমন্যু ঈশ্বরনের ব্যর্থতা পূরণ করতে যে অভিষেক যে পুরোপুরিভাবে ব্যর্থ অভিষেক, তা মেনে নিয়েছেন মনোজ। বঙ্গ অধিনায়ক বলেছেন, 'অভিমন্যু জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশে রয়েছে। আমাদেরও কিছু করার নেই। হিমাচলের বিরুদ্ধেও ওকে পাওয়া যাবে না। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে যেভাবে পারফরম্যান্স করেছে, তাতে ও আমাদের সঙ্গে থাকলে টপ অর্ডার নিয়ে চিন্তা করতে হত না। কিন্তু কিছু করার নেই। পরের ম্যাচেও আমরা আপাতত অভিষেককে রেখেই দল সাজানো হবে। তবে কোচের সঙ্গে এই নিয়ে আমরা আলোচনাও করব।'

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ইশান পোড়েল। দুই ইনিংস মিলিয়ে সাতটি উইকেট নিয়েছেন তিনি। ইশানের কামব্যাকে খুশি মনোজ। বঙ্গ অধিনায়ক বলেন, 'ইশানের এই ইনিংসটা খুব দরকার ছিল। শরীর খারাপের জন্য বিজয় হাজারে ট্রফিতে ঠিক করে খেলতে পারেনি। ওর ফর্ম নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছিল। ইশানের এই কামব্যাক দলকে অনেকটাই ভরসা দিল।'

দ্বিতীয় ইনিংসে রান পেয়েছেন কৌশিক ঘোষ, মনোজ এবং অনুষ্টুপ। বঙ্গ ব্যাটারদের দাপটে সহজেই জয় তুলে বাংলা। কিন্তু এই ম্যাচের পারফরম্যান্স নিয়ে মোটেই খুশি নন মনোজ। বঙ্গ অধিনায়ক জানিয়েছেন, 'এটা সবেমাত্র শুরু। রঞ্জি জিততে হলে এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের অনেক উন্নতি করতে হবে। এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং লাইনআপে অনেক ভুল ধরা পড়েছে। আমরা নিজেদের মধ্যে আলোচনাও করেছি। আশা করছি হিমাচলের বিরুদ্ধে নামার আগে সব ঠিকঠাক করে নিতে পারব।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.