বাংলা নিউজ > ময়দান > Arun Lal resigns: 'আমার পক্ষে সম্ভব হচ্ছে না', বাংলা কোচের পদ থেকে ইস্তফা অরুণ লালের

Arun Lal resigns: 'আমার পক্ষে সম্ভব হচ্ছে না', বাংলা কোচের পদ থেকে ইস্তফা অরুণ লালের

বাংলার কোচ অরুণ লাল। (ফাইল ছবি)

Arun Lal resigns: এখনও সরকারিভাবে বাংলার কোচ অরুণ লালের ইস্তফা গৃহীত হয়নি। বাংলার কোচ হিসেবে রঞ্জি ট্রফিতে অরুণ লালের ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। গতবার রঞ্জির ফাইনালে উঠেছিলেন অরুণ লালের ছেলেরা। এবার সেমিফাইনালে উঠেছিল অরুণ লালের দল।

বাংলা কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল। মঙ্গলবার ইডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) কার্যালয়ে গিয়ে ইস্তফাপত্র দিয়ে আসেন। তবে এখনও সরকারিভাবে বাংলার কোচের ইস্তফা গৃহীত হয়নি। তারইমধ্যে বাংলার হেডমাস্টার (এখনও আছেন সরকারিভাবে) বলেছেন, 'আমি ক্লান্ত। আমার পক্ষে সম্ভব হচ্ছে না।' 

আরও পড়ুন: Ranji Trophy Semifinal: ও মাঠে নামা মানে ‘কোর্স করলে চাকরি নিশ্চিত’, অরুণ লাল হদিশ দিলেন, কতটা নির্ভরযোগ্য শাহবাজ

এমনিতে বাংলার কোচ হিসেবে রঞ্জি ট্রফিতে অরুণ লালের ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। গতবার রঞ্জির ফাইনালে উঠেছিলেন অরুণ লালের ছেলেরা। এবার সেমিফাইনালে উঠেছিল অরুণ লালের দল। কিন্তু মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরে টানা দু'বার রঞ্জি ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে যায়। সেই পরিস্থিতিতে অরুণ লালকে বাংলার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে একটি মহলে কানাঘুষো চলছিল। পরিবর্তে কোচিংয়ের ক্ষেত্রেও তরুণ রক্ত আনা হতে পারে জল্পনা চলছিল ময়দানের অন্দরে। তবে সে বিষয়ে সিএবির তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: অরুণ লালকে কোচের পদ থেকে অব্যাহতি দেবে CAB, IPL থেকে খোঁজা হবে নতুন কোচ- রিপোর্ট

তারইমধ্যে মঙ্গলবার ইডেনে আসেন বাংলার কোচ। নিজের ইস্তফাপত্র দিয়ে আসেন। তবে অরুণ লাল যখন ইডেনে আসেন, তখন সিএবিতে ছিলেন না প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়ে আসেন অরুণ লাল। পরে তিনি জানান, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। শরীর দিচ্ছে না। বাংলার কোচের (খাতায়কলমে এখনও আছেন) কথায়, 'আমার পক্ষে সম্ভব হচ্ছে না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন