হকি বেঙ্গলের তরফ থেকে গুরবক্স সিংকে সম্মানিত করা হল এবং তাঁর ৯০তম জন্মদিন পালন করা হল। অর্জুন পুরস্কার জেতা এই খেলোয়াড় ১৯৬৪ সালের অলিম্পিক্সে সোনার পদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। পরের বছর ১৯৬৮ সালেও ভারতীয় দল ব্রোঞ্জ পদক জিতেছিল। বাংলার হয়ে ১৬ বছর ধরে খেলেছেন এই হকি তারকা।
বাংলার হয়ে অন্যতম দীর্ঘ সময়ের জন্য হকিতে খেলেছেন তিনি। এছাড়াও দীর্ঘদিন করিয়েছেন কোচিং। এক সঙ্গেই এদিন সংবর্ধিত করা হল হকি ইন্ডিয়া লিগজয়ী শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স দলকে। বহুদিন পর বাংলা জাতীয় পর্যায়ের ট্রফি জিতল। শ্রাচী স্পোর্টসের সঙ্গে যৌথ প্রচেষ্টায় সম্মান জানানো হল গুরবক্স সিংকে। অনুষ্ঠানে হকি ইন্ডিয়া লিগ জয়ের ট্রফিও প্রদর্শন করে রাখা হয়।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
হকি বেঙ্গলের টেন্টে হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস, যিনি হকি বেঙ্গলেরও সভাপকি। গুরবক্স সিং ছাড়াও উপস্থিত ছিলেন শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, রাঢ় বেঙ্গল টাইগার্সের কোচ দীপক ঠাকুর।
২রা ফেব্রুয়ারি হকি ইন্ডিয়া লিগের ফাইনালে রৌরকেলার মাঠে হায়দরাবাদ তুফানকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাঢ় বেঙ্গল টাইগার্স। গ্রুপ স্টেজে ১০ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট পেয়েছিল টাইগার্সরা। যুগরাজ সিং করেছিলেন ১২টি গোল।
গুরবক্স সিং অনুষ্ঠানে এসে বলেন, ‘আমি এমন সম্মান পেয়ে অত্যন্ত গর্বিত। আমি হকি বেঙ্গলকে ধন্যবাদ জানাতে চাইব এমন একটা অনুষ্ঠান আমার জন্য আয়োজন করার জন্য। শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স দলের খেলোয়াড়দেরও আমি অভিনন্দন জানাতে চাইব তাঁদের অসাধারণ পারফরমেন্স এবং ট্রফি জয়ের জন্য ’।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
বেঙ্গল হকি সংস্থার সভাপতি সুজিত বোস বলেন, ‘এটা অত্যন্ত গর্বের মূহূর্ত। গুরবক্স সিং ভারতকে অলিম্পিক্সে ব্যাক টু ব্যাক সাফল্য এনে দিয়েছে। এই খেলার উনি শ্রেষ্ঠ দূত। তাঁকে তাঁর ৯০তম জন্মদিনে সংবর্ধিত করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছসিত। আমি হকি ইন্ডিয়া লিগে রাঢ় বেঙ্গলের ভালো পারফরমেন্সের জন্য তাঁদেরও শুভেচ্ছা জানাচ্ছি। এই সাফল্যই প্রমাণ করে যে বাংলা ভারতীয় হকির একটা বড় শক্তি। আশা করব এই সাফল্য আগামী দিনের প্রতিভাদের আরও উদ্বুদ্ধ করবে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।