বাংলা নিউজ > ময়দান > বরাতজোরে সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে বাংলা, সামনে হেভিওয়েট রেলওয়েজ

বরাতজোরে সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে বাংলা, সামনে হেভিওয়েট রেলওয়েজ

ফাইনালে বাংলার প্রতিপক্ষ রেলওয়েজ

চলতি সিনিয়র ঘরোয়া মহিলা টি-২০ ট্রফির ফাইনালে প্রবেশ করল বাংলা দল। বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলা মুখোমুখি হয়েছিল হিমাচল প্রদেশের। সেই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলা দল। 

শুভব্রত মুখার্জি : চলতি সিনিয়র ঘরোয়া মহিলা টি-২০ ট্রফির ফাইনালে প্রবেশ করল বাংলা দল। বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলা মুখোমুখি হয়েছিল হিমাচল প্রদেশের। সেই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলা দল। অধিনায়ক মিতা পালের নেতৃত্বাধীন বাংলা মহিলা দল পৌঁছে যায় ১৪তম ঘরোয়া সিনিয়র মহিলা টি-২০ ট্রফির ফাইনাল। ৫ই নভেম্বর অর্থাৎ শনিবার ফাইনালে তারা মুখোমুখি হবে রেলওয়েজের । উল্লেখ্য অপর সেমিফাইনালে রেলওয়েজ সহজেই হারিয়ে দিয়েছে বিদর্ভকে।

আরও পড়ুন… Syed Mushtaq Ali Trophy: নাইট ক্যাপ্টেনের হাত ধরে ইডেনের বাইশ গজে ফাইনালে উঠল মুম্বই

প্রসঙ্গত কোয়াটার ফাইনালে রাজস্থানকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছিল বাংলা। সেমিফাইনালে টসে জিতে বাংলা দল প্রথমে ব্যাট করতে পাঠায় হিমাচল প্রদেশকে। বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে ১৩ ওভারের করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ ১৩ ওভারে চার উইকেট হারিয়ে ৭৯ রান করে। ওপেনার নিকিতা চৌহান ৩৬ বলে ৩০ রান করেন। অপর ওপেনার সুষমা ভার্মা ১৮ বলে ২২ রান করেন। ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলা দীপ্তি শর্মা এদিন তিন ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

আরও পড়ুন… Pak’s qualification equation: কোন অঙ্কে T20 WC 2022-এ সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

জবাবে ব্যাট করতে নেমে কিছুটা হলেও সমস্যায় পড়েছিল বাংলা দল। ৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই পড়ে গিয়েছিল ৩ উইকেট। এই অবস্থায় ফের বৃষ্টি আসাতে খেলা থামাতে হয়। পরবর্তী সময়ে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। ফলে দীপ্তি শর্মা, রিচা ঘোষের বাংলা দল চলে যায় ফাইনালে।

আসলে ম্যাচ সম্পূর্ণ করতে দু-দলের ইনিংস অন্তত ৫ ওভার খেলতেই হত। রান তাড়া করতে নামে বাংলা। কিন্তু বাংলার ইনিংসের পঞ্চম ওভারেই ফের বৃষ্টি নামায় খেলা থামাতে হয়। এরপর আর ম্য়াচ শুরু করা যায়নি। সে সময় বাংলার স্কোর ছিল তিন উইকেটে ২৯ রান। জাতীয় দলের উইকেট কিপার ব্য়াটার রিচা ঘোষ ৩ বলে ৮ রানে খেলছিলেন। বৃষ্টিতে ম্যাচ সম্পূর্ণ না করা যাওয়ায় গ্রুপ পর্বের পয়েন্ট দেখা হয়। যদিও পয়েন্টের দিক থেকে বাংলা ও হিমাচল সমান জায়গায় ছিল। গ্রুপ পর্বে বেশি জয় এবং নেট রান রেটের নিরিখে ফাইনালের যোগ্য়তা অর্জন করে বাংলা। 

অপর সেমিফাইনালে বিদর্ভ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ৮৭ রান করে। তাদের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন বিএস ফুলমালি। রেলওয়ের হয়ে স্নেহ রানা ১৯ রান দিয়ে তিন উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫.৪ ওভারে এক উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় রেলওয়ে দল। ৫০ বলে ৪৪ রান করেন তাদের ওপেনার নুজাত পারভিন। ৩৫ রান করেন মোনা। ফলে নয় উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে ফাইনালে চলে যায় রেলওয়ে। শনিবাসরীয় ফাইনালে ভারতীয় সময় সকাল সাড়ে নটায় মুখোমুখি হবে বাংলা এবং রেলওয়েজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.