কয়েক সপ্তাহ আগেই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ফুটবল দল। সঞ্জয় সেনের কোচিংয়ে বহু বছর পর ফের বাংলায় আসে ভারতসেরার ট্রফি। আইলিগজয়ী কোচ বাংলায় ফের এনে দেন সন্তোষ ট্রফি। চাকু মাণ্ডি, নরহরি শ্রেষ্ঠারা ফাইনালে কেরলকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে বাংলায় সন্তোষ ট্রফি আনার পরই পুরস্কার পেয়েছিলেন।
রাজ্য সরকারের তরফ থেকে সন্তোষ ট্রফিজয়ী বাংলার ফুটবলারদের চাকরি প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁরা চাকরি পান। অর্থাৎ বাংলার হয়ে খেলা অনেক গরিব ফুটবলারই সারাজীবনের রুজি রুটির একটা সুযোগ পান আরকি। এর আগেও বাংলার রাজ্য সরকারকে দেখা গেছে কাউকে পুলিশে, কাউকে ক্রীড়া দফতরে।
এবার রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের সচিব রাজেশ সিনহা জানিয়ে দিলেন জাতীয় গেমসে বাংলার পদকজয়ী খেলোয়াড়রা এবার থেকে পাবেন সরকারি চাকরি। তিনি জানিয়ে দিলেন জাতীয় গেমসে সোনা জিতলে ৩ লক্ষ টাকা পুরস্কারের পাশাপাশি পুলিশে সাবইনস্পেক্টর বা ইউডি ক্লার্কের চাকরি পাবে। রৌপ্য পদক পেলে ২ লক্ষ টাকা পুরস্কারের পাশাপাশি এএসআই বা ইউডি অ্যাসিস্ট্যান্টের চাকরি। এছাড়া ব্রোঞ্জ পদক পেলে ১ লাখ টাকার পাশাপাশি দেওয়া হবে কনস্টেবল বা গ্রুপ ডি পর্যায়ের চাকরি।
এবারে বাংলা থেকে জাতীয় গেমসে অংশ নিতে যাচ্ছে ৩৯৫ জনের দল। ২৮ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে বসবে জাতীয় গেমসের আসর। এর মধ্যে ২০০জন পুরুষ এবং ১৪০ জন মহিলা। সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায় থেকে অচিন্ত্য শিউলি, প্রণতি দাসের মতো তারকারা এবারে বাংলার হয়ে নামবেন জাতীয় গেমসে। বাংলার শেফ দ্য মিশন হয়ে যাচ্ছেন বিশ্বরূপ দে।
রাজ্য সরকারের এই ঘোষণায় খুশি বিওএর সভাপতি চন্দন রায়চৌধুরি। তিনি বলছেন, এই সিদ্ধান্ত রাজ্য সরকার নেওয়ায় ক্রীড়াবিদদের আর ভবিষ্যৎের কথা চিন্তা করতে হবে না। খেলোয়াড়রা অনেক মন খুলে খেলতে পারবে, এতে তাঁদের পারফরমেন্সের উন্নতি হবে। ফলে বাংলার পদক জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।