দুরন্ত ছন্দে রয়েছে মেয়েদের বাংলা টিম। ওমেন্স সিনিয়র ওয়ান ডে ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। ধারা গুজ্জরের বিধ্বংসী পারফরম্যান্সের সুবাদেই জয় ছিনিয়ে নিল রুমেলি ধররা। দিল্লিকে হারিয়ে শেষ চারে উঠল তারা।
মঙ্গলবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে দিল্লি ১৮৫ রান করে। প্রিয়া পুনিয়া ১৪৮ বলে ৯০ রানের লড়াকু ইনিংস খেলে দিল্লির ভিত শক্ত করার চেষ্টা করেন। এ ছাড়াও ৮০ বলে ৫২ রান করেছেন আয়ুশী সোনি। রুমেলি ধর এবং সাইকা ইশক ২টি করে উইকেট নিয়েছেন। গৌহের সুলতানা নিয়েছেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বসে থাকে বাংলা। পরপর লাইন দিয়ে বাংলার উইকেট পড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে চাপ। ৫৪ রানে পড়ে চতুর্থ উইকেট। ১০০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। ওপেন করতে নেমে একমাত্র ভরসা জোগান ধারা। আর নয় নম্বরে নেমে ঝুমিয়া খাতুন বাংলাকে জয়ের মুখ দেখান। ১২০ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ধারা। ঝুমিয়া আবার ৪৫ বলে ৩৬ রান করেন। ৪৯.১ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান তুলে নেয় বাংলা। ১ উইকেটে ম্যাচে জিতে শেষ চারে প্রবেশ করেন রুমেলি ধররা। শেষ চারে বাংলা মুখোমুখি হবে রেলওয়েজের।
এ দিকে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কর্নাটক। মধ্যপ্রদেশ প্রথমে ব্যাট করে ১৬৯ রান করেছিল। রান তাড়া করতে নেমে ৪২.২ ওভারেই ৫ উইকেটে ১৭০ করে ফেলে কর্নাটক। সেমিতে কর্নাটক মুখোমুখি হবে পঞ্জাবের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।