বাংলা নিউজ > ময়দান > সিকে নাইডু ২২: প্রথম ইনিংসে লিড, প্রথম ম্যাচে জম্মুর বিরুদ্ধে তিন পয়েন্ট সাইফির বাংলার

সিকে নাইডু ২২: প্রথম ইনিংসে লিড, প্রথম ম্যাচে জম্মুর বিরুদ্ধে তিন পয়েন্ট সাইফির বাংলার

প্রথম ম্যাচে জম্মুর বিরুদ্ধে তিন পয়েন্ট সাইফির বাংলার। সৌজন্যে সিএবি

জম্মুর প্রথম ইনিংসে বাংলার পেসার মহম্মদ কাইফ ৩টি উইকেট নেন

শুভব্রত মুখার্জি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া সিকে নাইডু ট্রফিতে প্রথম ম্যাচে জম্মু এবং কাশ্মীর দলের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। তবে প্রথম ইনিংসে লিড পাওয়ার কারণে মূল্যবান তিনটি পয়েন্ট পেল বাংলার অনুর্ধ্ব-২৫ দল। প্রথম ইনিংসে বাংলা ৫১২ রানের এক বিরাট স্কোর খাড়া করেছিল। যার জবাবে জম্মু কাশ্মীর দল মাত্র ৩৯৩ রানেই অলআউট হমে যায়। ফলে বাংলা ১১৯ রানের যে লিড পেয়েছিল তাতেই তাদের ঝুলিতে এল তিন পয়েন্ট।

জম্মুর প্রথম ইনিংসে বাংলার পেসার মহম্মদ কাইফ ৩টি উইকেট নেন। অধিনায়ক কাজি জুনেইদ সাইফি এবং রবি কুমার ২টি করে উইকেট পান। দ্বিতীয় ইনিংসে বাংলা তাদের ইনিংস ডিক্লেয়ার করে ২২৩/৪-এ। ৮০ বলে ১০২ রানের আক্রমনাত্মক এক শতরান উপহার দেন শাকির হাবিব গান্ধী। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছয়ে। তাকে যোগ্য সঙ্গত দিয়ে ৪৭ রান করেন অঙ্কুর পাল। জবাবে ব্যাট করতে নেমে জম্মু দল দ্বিতীয় ইনিংসে ম্যাচ শেষ হয়ার আগে পর্যন্ত ৫১/০ করতে সমর্থ হয়।

প্রথম ইনিংসে বাংলার হয়ে শতরান করেছিলেন সুদীপ কুমার ঘরামি। ১৮৮ বলে ১১৫ রানের একটি ইনিংস তিনি দলকে উপহার দিয়েছিলেন। অল্পের জন্য প্রথম ইনিংসে শতরান মিস করেন অঙ্কুর পাল। ১৩৮ বলে তিনি করেছিলেন ৮৭ রান। এছাড়াও অধিনায়ক কাজি জুনেইদ সাইফি ১৩৬ বলে ৬৪ এবং কৌশিক মাইতি ১৪৭ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাকে রানের পাহাড়ে দাড় করিয়েছিলেন। জম্মু কাশ্মীর দলের অধিনায়ক শুভম সিং পুনিদার ২৫৮ বলে ১২১ রানের ইনিংস খেলে প্রথম ইনিংসে চোয়াল চাপা লড়াই চালালেও বাংলাকে প্রথম ইনিংসে লিড পাওয়া থেকে আটকাতে পারেননি। আর যার সুবাদে ম্যাচ ড্র হলেও ৩ টি মূল্যবান পয়েন্ট তুলে নিল কাজি জুনেইদ সাইফিরা।

বন্ধ করুন