জাতীয় গেমসে নজিরবিহীন ঘটনা। নিজেদের মধ্যে ঝামেলার জেরে নামতেই দেওয়া হল না বাংলার সাঁতারুদের। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নামার আগে গণ্ডগোলে জড়ায় বাংলার রিলে দল। কে কখন নামবে সেটা নিয়ে মূল সমস্যা তৈরি হয়। তবে অন্যদিকে ব্যক্তিগত বিভাগে নিজের দাপট অব্যাহত রেখেছে সৌবৃতি মণ্ডল। ব্যাক স্ট্রোকের ১০০ এবং ২০০ মিটারে সোনা জয়ের পর সোমবার ৫০ মিটারের ইভেন্টে একটুর জন্য সোনা হাতছাড়া করেন তিনি। ০.০১ সেকেন্ডের জন্য রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
একটুর জন্য তৃতীয় সোনা থেকে বঞ্চিত সৌবৃতি:
সোমবার জাতীয় গেমসে সোনা জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নেমেছিলেন সৌবৃতি মণ্ডল। সামান্য ব্যবধানে পরাস্ত হন তিনি। তবে এখনও সোনা জয়ের সুযোগ রয়েছে তাঁর কাছে। মঙ্গলবার রিলে দলের হয়ে নামবেন তিনি। একটুর জন্য সোনা হাতছাড়া হওয়ায় হতাশ সৌবৃতি। তিনি জানিয়েছেন, ‘৫০ মিটার ব্যাকস্ট্রোক কোনওদিনই আমার ইভেন্ট ছিল না। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু শেষ মুহূর্তে পাশের লেনে হাত লেগে যাওয়ায় পিছিয়ে পড়েছিলাম। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হওয়ায় খারাপ লাগছে।’
রিলে দলের বাকবিতণ্ডা, বহিষ্কৃত ইভেন্ট থেকে:
অন্যদিকে শনিবার জাতীয় গেমসে এক লজ্জার ঘটনা ঘটিয়ে বসেন বাংলার রিলে দল। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নামার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগে শুরু হয় চরম ঝামেলা। কে কখন নামবে তা স্থির করতেই পারলেন না সাঁতারুরা। অভিযোগ, বাংলার প্রতিযোগীরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন কলরুমে। তাঁদের ঝামেলা থামাতে ব্যর্থ হন সেখানে উপস্থিত কর্তারা। এরপরেই আয়োজকরা বাংলাকে বহিষ্কৃত করে দেয় ইভেন্ট থেকে। সেই ইভেন্ট থেকে পদক জেতার সম্ভাবনা ছিল বাংলার। কিন্তু শেষ পর্যন্ত তা আর আসেনি। এখনও পর্যন্ত বাংলা ৪টি সোনা জিতেছে। যার মধ্যে ২টিই পেয়েছেন সৌবৃতি।
যদিও বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন বাংলার সাঁতারের কর্তা রামানুজ মুখোপাধ্যায়। তিনি দাবি করেন ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা না থাকায় দল নামানো হয়নি। তিনি আরও জানিয়েছেন যে জাতীয় গেমসে ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করলে কোনও জরিমানা বা শাস্তি হয় না। বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। এরকম কোনও কিছুই হয়নি। ফলে আসল ঘটনাটি কী ঘটেছিল সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।