গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। অঙ্কুরের সঙ্গে জুটি বেঁধে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ফাইনালে ব্যারাকপুর ব্যাশার্সকে চ্যাম্পিয়ন করেন ক্যাপ্টেন সুদীপ। বৃষ্টির জন্য ১৫ ওভারে কমে দাঁড়ানো ফাইনালে কলকাতা হিরোজকে ৫ রানে পরাজিত করে ব্যারাকপুর।
ইডেনে খেতাবি লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যারাকপুর। তারা ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তোলে। দুই ওপেনার অঙ্কুর ও সুদীপ দলকে শক্ত ভিতে বসিয়ে দেন। ওপেনিং জুটিতে ব্যারাকপুর তোলে ১১২ রান।
সুদীপ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৬২ রান করে আউট হন। সাজঘরে ফেরার আগে অঙ্কুর পাল করেন ৪১ বলে ৬১ রান। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া কাইফ আহমেদ ১১, বিকাশ সিং অপরাজিত ১০ ও শুভম দে অপরাজিত ৬ রান করেন। ২টি উইকেট নেন কৌশিক মাইতি। ১টি উইকেট আমির গনির।
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা হিরোজ ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রানে আটকে যায়। করণ লাল ৪৯, আমির গনি ১৪, ঋত্ত্বিক রায়চৌধুরি ১৩, সৌগত দত্ত ১৬, শুভঙ্কর বল অপরাজিত ২৮ ও গীত পুরি ১৯ রান করেন। ২টি উইকেট নেন সুজিত যাবদ। ১টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার, মানিক সিরোহি ও সৌরভ মণ্ডল।
ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি। টুর্নামেন্টে সবথেকে বেশি ৪৭৮ রান সংগ্রহ করেছেন সুদীপ। সবথেকে বেশি ১৪টি উইকেট নিয়েছেন সুজিত।