বাংলা নিউজ > ময়দান > Bengal T20 Challenge: ব্যাটে মনোজের দাপট, বোলারদের সংঘবদ্ধ প্রয়াসে জয় দিয়ে মরশুম শুরু মোহনবাগানের

Bengal T20 Challenge: ব্যাটে মনোজের দাপট, বোলারদের সংঘবদ্ধ প্রয়াসে জয় দিয়ে মরশুম শুরু মোহনবাগানের

ফাঁকা ইডেনে মনোজের দাপুটে পারফরম্যান্স (ছবি সৌজন্য ফেসবুক @CABCricket)

মনোজ তিওয়ারি ৩৯ বলে ৬১ রান করেন।

শুভব্রত মুখার্জি

করোনাভাইরাস কালে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা ময়দান। তারপর ধীরে ধীরে ছন্দে ফিরছে খেলার জগৎ‌। কলকাতা ময়দানেও আস্তে আস্তে শুরু হচ্ছে খেলাধুলো। আইলিগের দ্বিতীয় ডিভিশন দিয়ে কলকাতার মাঠে ফুটবল ফিরেছিল।

এবার দর্শকশূন্য ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের হাত ধরে ময়দানে প্রত্যাবর্তন ঘটাল ক্রিকেটও। জৈব সুরক্ষা বলয়ে থেকেই এই টুর্নামেন্টে খেলতে দলগুলি।

প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং কলকাতা কাস্টমস। করোনা পরবর্তীতে মরশুমের প্রথম ম্যাচেই ১৭ রানের রুদ্ধশ্বাস জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। মঙ্গলবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৬ রান করেন মনোজ তিওয়ারিরা। মূলত মনোজ তিওয়ারির ৩৯ বলে ৬১ রানের ইনিংস এবং বিবেক সিংয়ের ২৯ বলে ৩৫ রানের দৌলতে তাঁরা এই স্কোর করতে সমর্থ হন। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা দেবব্রত দাস করেন অপরাজিত ১৬ রান এবং শিবম শর্মাও করেন ১৬ রান। কাস্টমসের হয়ে বাপি মান্না ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন। এছাড়াও একটি করে উইকেট পান অভিলাষ সেমিওয়াল, করণ লাল ও শ্রেয়ান চক্রবর্তী।

১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ছ'উইকেটে মাত্র ১৩৯ রানে থেমে যায় কাস্টমস। ব্যাট হাতে অভিষেক দাস (৫৫ রান) লড়াই করেন। তাঁকে সঙ্গত দেন শুভঙ্কর বল (২৩), চিরাগ পাঠক (২৩), সুমন্ত গুপ্ত (১৭)। তবে শেষরক্ষা হয়নি‌। মোহনবাগানের হয়ে চার ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন সন্দীপন দাস‌। সায়ন ঘোষ দুটি উইকেট, আকাশদীপ একটি , প্রিন্স যাদব একটি উইকেট তুলে নিয়ে মোহনবাগানকে মরশুমের প্রথম ম্যাচেই জয় এনে দিয়েছেন।

বন্ধ করুন