শুভব্রত মুখার্জি: মঙ্গলবার প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ম্যাচ। তবে বুধবার পরিস্থিতির উন্নতি ঘটতেই ফের ক্রিকেট ফিরল ২২ গজে। আর ম্যাচে দাপটের সাথে কৃষ্ণনগর চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল কলকাতা হিরোজরা। অলরাউন্ডার আমির গনির ব্যাট ও বলের দুরন্ত পারফরম্যান্সে ভর করে এই জয় ছিনিয়ে নিতে সক্ষম হল কলকাতা।
এ দিন ইডেনে টসে জিতে কলকাতা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কলকাতার বোলিংকে নেতৃত্ব দেন রমেশ প্রসাদ। তার নেওয়া চার উইকেটে ভর করেই কৃষ্ণনগরকে আটকে রাখে কলকাতা। ১৩৩ রানেই অলআউট হয়ে যায় কৃষ্ণনগর। সেই রান তাড়া করতে গিয়ে ব্যাট হাতে গনির পারফরম্যান্স কলকাতাকে সহজ জয় এনে দিল। উল্লেখ্য মিনি প্লেয়ার্স ড্রাফটে কলকাতা তাদের দলে গনিকে নেওয়ার পরে এটাই ছিল তার প্রথম ম্যাচ।
ব্যাট হাতে ৩৬ বলে ৫০ রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৭ টি চার ও একটি ছয়ে। উল্লেখ্য এর আগে বল হাতে তিনি ২৩ রান দিয়েই ২ উইকেট নিয়েছিলেন। গনির ইনিংসের পরেই কলকাতার ইনিংসকে টেনে নিয়ে যান ঋত্বিক রায় চৌধুরী (২৮) এবং রনজোৎ সিং খাইরা (২৯*) । ফলে ম্যাচে ১০ বল বাকি থাকতেই জয় পায় কলকাতা। কৃষ্ণনগরের হয়ে শ্রেয়ান চক্রবর্তী ২৪ রানে ২ উইকেট নেন।
দিনের শুরুতে কৃষ্ণনগরের হয়ে অবিনাশ কুমার ১৩ বলে ২১ রানের এক ঝোড়ো ব্যাটিংয়ের মধ্যে দিয়ে ইনিংসের সূচনা করেন। গীত পুরির বলে আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এরপরেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় তারা। আসিফ হুসেন (৯),অর্ণব নন্দী (১০),অয়ন গুপ্ত (১০) এবং অগ্নিভ পান (১৩) আউট হন পরপর ফলে একটা সম। কৃষ্ণনগরের স্কোর ছিল ৮৫/৫। পরবর্তীতে কৌশিক ঘোষের ৩১ বলে ৩২ রানের ইনিংসটিতে ভর করে ১৩৩ রানে পৌঁছাতে সক্ষম হয়েছিল কৃষ্ণনগর। যদিও শেষরক্ষা সম্ভব হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।