বাংলা নিউজ > ময়দান > Bengal T20 Challenge: ফাইনালে মোহনবাগান, প্রতিপক্ষ তপন মেমোরিয়াল

Bengal T20 Challenge: ফাইনালে মোহনবাগান, প্রতিপক্ষ তপন মেমোরিয়াল

মোহনবাগানের ক্রিকেটাররা। ছবি- সিএবি।

সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাউন ক্লাব ও কালিঘাট।

উদ্বোধনী বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ফাইনালে উঠল মোহনবাগান। সেমিফাইনালে তারা টাউন ক্লাবকে ৯ উইকেটে পরাজিত করে।

অপর সেমিফাইনালে তপন মেমোরিয়াল ক্লাব ২৫ রানে হারিয়ে দেয় কালিঘাট ক্লাবকে। বুধবার ফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে তপন মেমোরিয়াল।

বাগানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে টাউন ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে। গীতিময় বসু ৪১ ও পঙ্কজ শাউ ২৬ রান করেন। মোহনবাগানের হয়ে ২টি করে উইকেট নেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, রাজকুমার পাল, সুনীল কুমার দালাল ও সায়ন ঘোষ।

পালটা ব্যাট করতে নেমে মোহনবাগান ১৭ ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলে ম্যাচ জিতে যায়। বিবেক সিং ৭৬ রানে অপরাজিত থাকেন। ঋত্ত্বিক নট-আউট থাকেন ২৪ রান করে। অঙ্কুর পাল ২১ রান করে আউট হন।

অন্যদিকে, কালিঘাটের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তপন মেমোরিয়াল ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। কাইফ আহমেদ ৪৬, বিকাশ সিং ৩৪, কৌশিক ঘোষ ২৫ ও শাহবাদ আহমেদ ২৭ রান করেন। অমিত কুইলা ৩টি ও আমির গনি ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে কালিঘাট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি তুলতে পারেনি। প্রীতম দত্ত ৫১ রান করেন। ২৮ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। বিকাশ সিং ৪টি উইকেট নেন। গৌরব চৌহান ২টি ও শাহবাজ আহমেদ ১টি উইকেট দখল করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন