বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: রঞ্জির প্রথম দু'ম্যাচের বাংলা দলে চমক, ঈশ্বরনের সংসারে নতুন মুখ দুর্গেশ

Ranji Trophy: রঞ্জির প্রথম দু'ম্যাচের বাংলা দলে চমক, ঈশ্বরনের সংসারে নতুন মুখ দুর্গেশ

অভিমন্যু ঈশ্বরন। ফাইল চিত্র

উত্তরপ্রদেশ ও হিমাচলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম দু'টি ম্যাচের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করল বাংলা।

মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি থেকে খালি হাতে ফিরতে হয়েছে বাংলাকে। সেই ব্যর্থতা ভুলে আগামী ১৩ ডিসেম্বর থেকে রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে বাংলা। শুরুতেই ঘরের মাঠে লক্ষ্মীরতন শুক্লার ছেলেদের সামনে উত্তরপ্রদেশ। বাংলার দ্বিতীয় ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে ২০ ডিসেম্বর থেকে। আপাতত এই দুটি ম্যাচের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে সিএবি।

অধিনায়ক হিসেবেই থাকছেন অভিমন্যু ঈশ্বরন। এছাড়া ১৮ জনের দলে রয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তবে এই দলে চমকও রয়েছে। প্রথমবার বাংলা দলের সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার দুর্গেশ দুবে। বাংলা দলের দায়িত্ব নেওয়ার পরে কোচ হিসেবে লক্ষীরতনের এটিই প্রথম রঞ্জি ট্রফি। গত মরশুমে রঞ্জির সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। ঠিক তার আগে ২০১৯-২০ মরশুমে রঞ্জির ফাইনালে উঠলেও সৌরাষ্ট্রের কাছে হারতে হয় তৎকালীন কোচ অরুণ লালের ছেলেদের।

আরও পড়ুন:- বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন বছরের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন দ্রাবিড়

সেদিক থেকে দেখতে গেলে গত তিন মরশুম ধরে রঞ্জিতে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলা দল। এবার ঘরোয়া মরশুমের শুরুটা ভালো না হলেও, রঞ্জিতে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী কোচ লক্ষ্মীরতন। তবে এই মুহূর্তে বঙ্গ অধিনায়ক অভিমন্যু ভারতীয়-এ দলের অধিনায়কের ভূমিকা পালন করছেন। বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে ৯ ডিসেম্বর দ্বিতীয় বেসরকারি টেস্ট শেষ হওয়ার পরেউ বাংলা দলের সঙ্গে যোগ দেওার কথা তাঁর।

আরও পড়ুন:- বাংলাদেশে জোড়া শতরানের পুরস্কার পেতে পারেন অভিমন্যু, রোহিতের ব্যাকআপ হিসেবে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার ওপেনার

ঘোষিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক দাস, শুভঙ্কর বল, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, সায়ন শেখর মণ্ডল, প্রদীপ্ত প্রামানিক, ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, গীত পুরি, দুর্গেশ দুবে, সুমন্ত গুপ্ত এবং অঙ্কিত মিশ্র।

বন্ধ করুন