বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: চাপের মুখে কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস, অনুষ্টুপ ফেরালেন ২০২০-র ইতিহাস

Ranji Trophy: চাপের মুখে কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস, অনুষ্টুপ ফেরালেন ২০২০-র ইতিহাস

অনুষ্টুপ মজুমদার। ছবি- টুইটার।

দল চাপে পড়লে সেরাটা বেরোয় অনুষ্টপের ব্যাট থেকে। প্রমাণ মিলল আরও একবার। ২০২০ সালে যে পরিস্থিতি থেকে বাংলাকে টেনে তুলেছিলেন অনুষ্টুপ, এবার হুবহু তেমন বিপর্যয় থেকেই বাংলাকে নির্ভরতা দেন তিনি।

প্রয়োজনের সময় দলকে বরাবর ব্যাট হাতে নির্ভরতা দেন অনুষ্টুপ মজুমদার। প্রমাণ মিলল আরও একবার। ইতিহাস সাক্ষী, চাপের মুখে সর্বদা সেরাটা বেরিয়ে আসে অনুষ্টুপের ব্যাট থেকে। মঙ্গলবার সেই ইতিহাসেরই পুনাবৃত্তি ঘটল ইডেনে। ২০২০ সালে ওড়িশার বিরুদ্ধে বাংলা একসময় ৪৬ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেই ম্যাচে ১৫৭ করেন অনুষ্টুপ। মঙ্গলবার ইডেনে হিমাচলের বিরুদ্ধে ৪৪ রানে ৫ উইকেট হারায় বাংলা। অনুষ্টুপ নট-আউট ১৫৯ রানে।

২০১৯-২০২০ মরশুমে কটকে ওড়িশার বিরুদ্ধে রঞ্জির কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে একসময় ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল বাংলা। সেই ম্যাচে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে টেনে তুলেছিলেন অনুষ্টুপ। বাংলা শেষমেশ প্রথম ইনিংসে ৩৩২ রান তোলে। সেই ইনিংসে ৮২ রান করে অনুষ্টুপকে যথাযোগ্য সঙ্গত করেছিলেন শাহবাজ আহমেদ। উল্লেখযোগ্য বিষয় হল, ফার্স্ট ক্লাস ক্রিকেটে এতদিন সেটি ছিল অনুষ্টুপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

আরও পড়ুন:- Ranji Trophy: একদিনেই সাড়ে চারশো মুম্বইয়ের, রাওয়ালপিন্ডি টেস্টকে মনে করালেন যশস্বী-সূর্যকুমার-রাহানেরা

এবার ইডেনে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনে বাংলা হুবহু একই রকম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শুরুতে ব্যাট করতে নেমে বাংলা ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ৩১০ রান। সৌজন্যে অনুষ্টুপ মজুমদারের চওড়া ব্যাট। এখনও লড়াই থামেনি তাঁর। তিনি ২১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫৯ রানে অপরাজিত থাকেন প্রথম দিনের শেষে।

আরও পড়ুন:- BENG vs HP Ranji Trophy: অনুষ্টুপ একাই করলেন দেড়শো, ৪৪ রানে ৫ উইকেট হারানো বাংলা টপকে গেল ৩০০

বলাবাহুল্য, ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটিই এখন অনুষ্টুপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০২০ সালে ওড়িশার বিরুদ্ধে খেলা দুর্দান্ত সেই ইনিংসকে টপকে যান অনুষ্টুপ। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এবারও ৪৯ রানের লড়াকু ইনিংস খেলে তাঁকে সঙ্গত করেন শাহবাজ আহমেদ।

২০২০-র কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ওড়িশাকে টেক্কা দিয়েছিল বাংলা। এখন দেখার যে, ইডেনে হিমাচলের বিরুদ্ধে বাংলার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে কিনা অনুষ্টুপের এই লড়াই।

বন্ধ করুন