জাতীয় গেমসে ফের সোনা জিতল বাংলা। উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় গেমসের শেষ দিনে টেবল টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন ঐহিকা মুখোপাধ্যায় ও অনির্বাণ ঘোষ। জিমন্যাস্টিক্সে সোনা জিতলেন ঋতু দাস ও প্রণতি দাস। রুপো জিতলেন প্রতিষ্ঠা সামন্ত। বুধবার বাংলার দলকে টেবিল টেনিসে ব্রোঞ্জ পদক জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বৃহস্পতিবার মিক্সড ডাবলস জিতে সেই আক্ষেপ দূর করলেন ঐহিকা ও অনির্বাণ। ফাইনালে মহারাষ্ট্রের জুটি চিন্ময় সোময়া ও রিথ ঋষিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ঐহিকারা। শুরুটা খুব একটা ভালো ছিল না। প্রথম দুই গেমে দাপট দেখায় প্রতিপক্ষ জুটি। ১০-১২ ও ৬-১১ গেমে পরাজিত হয় ঐহিকা-অনির্বান জুটি। তবে এরপর ঘুরে দাঁড়ায় বঙ্গ জুটি। পরের ৩ গেমে বাংলার ফলাফল ছিল ১১-৭, ১১-৮, ১১-২।
কাঁধের চোটের কারণে ডাবলসের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন অনির্বান। তবে কামাল করে দেখান মিক্সড ডাবলসে। ব্যাথা নিয়ে খেলে পদক জেতেন তিনি। ডাবলস ম্যাচ ছেড়ে দেওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন অনির্বান। সেই কারণে মিক্সড ডাবলসে সোনা জয়ের স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। ঐহিকার সঙ্গে ছোটবেলার থেকে খেলে আসায় মানিয়ে নিতে সমস্যা হয়নি তাঁর। তবে প্রথম দুটি গেমে পরিকল্পনার ত্রুটি ছিল বলে জানিয়েছেন অনির্বান। সেই কারণে পরাজিত হয়েছিল। তৃতীয় গেম থেকে পরিকল্পনা পরিবর্তন করতেই সাফল্য আসে। অন্যদিকে অনির্বানের প্রশংসা করেছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ঐহিকা। তিনি জানিয়েছেন যে হেরেও কখন মনোবল ভাঙতে দেননি। তাঁর পরের লক্ষ্য চিনে অনুষ্ঠিত হতে চলা টেবিল টেনিস এশিয়া কাপে পদক জেতা।
এদিন আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত প্রতিযোগিতায় বিম বার ইভেন্টের ফাইনালে নেমেছিলেন ঋতু। সর্বোচ্চ ১১.৩৬৭ পয়েন্ট স্কোর করে মহারাষ্ট্রের প্রতিযোগীকে হারিয়ে সোনা জেতেন তিনি। ওই একই ইভেন্টে একটুর জন্য পদক হাতছাড়া করে প্রণতি। ১০.৩০০ পয়েন্ট স্কোর করে চার নম্বরে শেষ করেন তিনি। তবে ফ্লোর এক্সেসাইজে সেই আক্ষেপ মেটান প্রণতি। নিজের রাজ্যের প্রতিষ্ঠাকে পরাজিত করে সোনা জেতেন তিনি। রুপো জেতেন প্রতিষ্ঠা। এ বারের জাতীয় গেমসে ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ জিতেছে বাংলা। অর্থাৎ, মোট ৪৭টি পদক এসেছে রাজ্যে। পদক তালিকায় আট নম্বরে শেষ করেছে পশ্চিমবঙ্গ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।