শুভব্রত মুখার্জি:- গুরুগ্রামে শুরু হয়েছে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আসর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারকা দাবাড়ুরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।বাঙালি দাবাড়ু প্রতিযোগিতায় রা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। জাতীয় দাবায় রীতিমতো দাপট দেখিয়েছেন বাংলার দাবাড়ুরা। গুরুগ্রামে জাতীয় দাবার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বাংলার তারকা দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের গ্র্যান্ডমাস্টার কার্তিক ভেঙ্কটারামান। এই ম্যাচ জিতলে টানা সাতবার জাতীয় দাবা চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল সূর্যর সামনে। তবে এদিনের ফাইনালে অল্পের জন্য সূর্যশেখর জিততে পারেননি। ফলে আপাতত তার সপ্তম জাতীয় খেতাব অধরা থেকে গেল। খেতাব জিতলেন অন্ধ্রের কার্তিক ভেঙ্কটারামান।
আরও পড়ুন… আগেই সোশ্যালে ঘোষণা, তারপর তড়িঘড়ি ডিলিট, অবশেষে আনুষ্ঠানিকভাবে LSG-র মেন্টরের দায়িত্বে জাহির খান
কার্তিক, সূর্য এবং আন্তর্জাতিক মাস্টার নিলেশ সাহাও এই টুর্নামেন্টে খেলছেন। তাদের প্রত্যেকের ঝুলিতে ছিল নয় পয়েন্ট করে। চূড়ান্ত যে ক্রমতালিটা তৈরি হবে তা তৈরি হবে বুকহোজের সিস্টেম অনুসরণ করে। কার্তিক এবং সূর্যর মধ্যে টাইব্রেকার হয়। সেখানেও টানটান লড়াই হয়। কার্তিক স্কোর করেন ৭৮। আর সূর্যের স্কোর ৭৭.৫। স্কোরবোর্ড দেখেই বোঝা যাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কতটা তীব্র লড়াই হয়েছে। ২৫ বছর বয়সি কার্তিকেয় ২০২২ সালে প্রথম জাতীয় দাবা প্রতিযোগিতায় জেতেন। তিরুপতির বাসিন্দা ২৫ বছর বয়সি তরুণ এবার জিতলেন তাঁর দ্বিতীয় জাতীয় খেতাব। ১১ রাউন্ডের মোট খেলা হয়েছে। অংশ নেন ১৯ জন গ্রান্ডমাস্টার, ১২ জন আন্তর্জাতিক গ্রান্ড মাস্টার, দুইজন মহিলা গ্রান্ড মাস্টার।
আরও পড়ুন… WCPL 2024: ব্যাট হাতে জেমিমার ঝোড়ো ইনিংস, ফাইনালে উঠল শাহরুখ খানের নাইট রাইডার্স
মিত্রাভ গুহর বিরুদ্ধে কালো ঘুটিতেই দুরন্ত জয় পান কার্তিকেয়। এরপর হারান সূর্যকে। তারপর হিমাল গুসাইয়িনের বিরুদ্ধে ড্র করেন। উল্লেখ্য ২০০৩-০৮ টানা ছয় বার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সূর্য। গতবার পুনেতে তিনি অষ্টম স্থানে শেষ করেছিলেন। এই টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করেছেন বাঙালি দাবাড়ু নিলেশ সাহা। চতুর্থ স্থানে শেষ করেছেন আরেক বাঙালি দাবাড়ু দীপ্তায়ন ঘোষ। পঞ্চম স্থানে শেষ করেছেন আরন্যক ঘোষ। দীপ্তায়ন ঘোষ পরপর দুটি ম্যাচ ড্র না করলে তিনিও প্রথম তিনে থাকতে পারতেন। অর্থাৎ প্রথম পাঁচের মধ্যে চারজনই বাঙালি দাবাড়ু। জাতীয় দাবা প্রতিযোগিতায় বাঙালি কোন দাবাড়ু চ্যাম্পিয়ন না হলেও তারা যে দাপট দেখিয়েছেন তা অবিশ্বাস্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।