বাংলা নিউজ > ময়দান > Syed Mushtaq Ali Trophy: গ্রুপে অভিমন্যুদের প্রতিপক্ষ কারা? বাংলার লিগ ম্যাচগুলির সূচি ও স্কোয়াডে চোখ রাখুন

Syed Mushtaq Ali Trophy: গ্রুপে অভিমন্যুদের প্রতিপক্ষ কারা? বাংলার লিগ ম্যাচগুলির সূচি ও স্কোয়াডে চোখ রাখুন

লক্ষ্মীর প্রশিক্ষণে বাংলার অভিযান শুরু হচ্ছে মুস্তাক আলিতে। ছবি- সিএবি।

Syed Mushtaq Ali Trophy: লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে মুস্তাক আলি অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক বাংলার গ্রুপের প্রতিপক্ষ কারা। অভিমন্যু ঈশ্বরনদের লিগ ম্যাচগুলির সূচি ও পূর্ণাঙ্গ স্কোয়াডও দেখে নিন একনজরে।

নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লার অধীনে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি অভিযান শুরু করছে বাংলা। প্রথম ম্যাচেই ঝাড়খণ্ডের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে অভিমন্যু ঈশ্বরনদের। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি শুরুর আগে দেখে নেওয়া যাক গ্রুপ লিগে বাংলার প্রতিপক্ষ কারা। চোখ রাখা যাক বাংলার গ্রুপ ম্যাচগুলির সূচি ও পূর্ণাঙ্গ স্কোয়াডে।

গ্রুপে বাংলার প্রতিপক্ষ (এলিট-ই):-
চণ্ডীগড়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম ও তামিলনাড়ু।

কোথায় খেলা হবে বাংলার গ্রুপ ম্যাচগুলি:-
এলিট-ই গ্রুপের ম্যাচগুলি খেলা হবে লখনউয়ে। সুতরাং, বাংলা গ্রুপের ম্যাচগুলি খেলবে লখনউয়ে।

আরও পড়ুন:- India vs Pakistan: প্রতিপক্ষকে সম্মান করা নিয়ে PCB চেয়ারম্যান রামিজ রাজাকে উচিত শিক্ষা দিলেন অশ্বিন

বাংলার গ্রুপ ম্যাচগুলির সূচি:-
১১ অক্টোবর (মঙ্গলবার): বনাম ঝাড়খণ্ড (বেলা ১১টা)।
১৪ অক্টোবর (শুক্রবার): বনাম ওড়িশা (বিলার ৪টে ৩০ মিনিট)
১৬ অক্টোবর (রবিবার): বনাম তামিলনাড়ু (বেলা ১১টা)।
১৮ অক্টোবর (মঙ্গলবার): বনাম সিকিম (বেলা ১১টা)।
২০ অক্টোবর (বৃহস্পতি): বনাম ছত্তিশগড় (বেলা ১১টা)।
২২ অক্টোবর (শনিবার): বনাম চণ্ডীগড় (বিলার ৪টে ৩০ মিনিট)।

আরও পড়ুন:- T20 World Cup 2022: স্বস্তি নিউজিল্যান্ড শিবিরে, আঙুল ভাঙলেও বিশ্বকাপ খেলবেন তারকা অল-রাউন্ডার

সৈয়দ মুস্তাক আলির জন্য বাংলার স্কোয়াড:-
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), ঋত্বিক চট্টোপাধ্যায় (ভাইস ক্যাপ্টেন), অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, সুদীপ ঘরামি, রণজ্যোৎ সিং খাইরা, অগ্নিভ পান (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামানিক, করণ লাল, সুজিত কুমার যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, সায়ন শেখর মণ্ডল, রবি কুমার, আকাশ ঘটক ও গীত পুরি।

মুস্তাক আলি ট্রফির ফর্ম্যাট: ৩৮টি দলকে ৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। এ, বি ও সি গ্রুপে রয়েছে ৮টি করে দল। ডি ও ই গ্রুপে রয়েছে ৭টি করে দল। ৫টি গ্রুপের এক নম্বর দল সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ৬টি দলকে প্রি-কোটার্টার ফাইনালে মাঠে নামতে হবে। কলকাতায় খেলা হয়ে নক-আউট ম্যাচগুলি

বন্ধ করুন