জন রাইট থেকে গ্রেগ চ্যাপেল, ডানকান ফ্লেচার থেকে রবি শাস্ত্রী, টিম ইন্ডিয়ার জার্সিতে বেশ কয়েকজন কোচের প্রশিক্ষণে মাঠে নেমেছেন হরভজন, যুবরাজ, সুরেশ রায়নারা। তবে জাতীয় দলের সেরা কোচ হিসাবে তিন তারকাই একবাক্যে স্বীকৃতি দিলেন টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনকে।
কার্স্টেনের জন্মদিনে প্রাক্তন প্রোটিয়া তারকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান ভাজ্জি-যুবিরা। সেখানেই তাঁকে নিজেদের সেরা কোচের তকমা দেন টিম ইন্ডিয়ার তিন তারকা।
টুইটারে যুবরাজ লেখেন, ‘গ্যারি কার্স্টেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। যাদের অধীনে খেলেছি, তাদের মধ্যে সেরা কোচ। এমন একজন মানুষ, যে জানত কীভাবে শক্তিশালী একটা দল গড়া যায় এবং কীভাবে প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বার করে আনা যায়। আশা করি তুমি ভালো আছো এবং নিরাপদে আছো। সামনের বছরটা দারুণ কাটুক।’
হরভজন সিং টুইট করেন, ‘শুভ জন্মদিন লেজেন্ড। সেরা কোচ, মেন্টর, বড় ভাই গ্যারি কার্স্টেন, ভালো কাটুক সামনের বছর। জীবন খুশিতে ভরে উঠুক।’
টুইটারের শুভেচ্ছা বার্তায় সুরেশ রায়না লেখেন, ‘সেরা কোচ এবং মেন্টর। জন্মদিনের শুভেচ্ছা গ্যারি কার্স্টেন। এভাবেই দ্যুতি ছড়াও এবং আমাদের সর্বদা অনুপ্রেরণা জুগিয়ে যাও। ভালো কাটুক দিনটা এবং সামনের বছরটা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।