বাংলা নিউজ > ময়দান > IND W vs AUS W: কয়েক বছরে ভারতই জোরদার টক্কর দিয়েছে, বিশ্বকাপের সেমির আগে টেনশনে অস্ট্রেলিয়া

IND W vs AUS W: কয়েক বছরে ভারতই জোরদার টক্কর দিয়েছে, বিশ্বকাপের সেমির আগে টেনশনে অস্ট্রেলিয়া

 বেথ মুনি। ছবি- এএফপি 

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে নামার আগে ভারতকে এগিয়ে রাখলেন অজি ওপেনার বেথ মুনি।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে আটকে যাওয়ার পর আয়ারল্যান্ডকে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে পাঁচ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। এবার সেমিতে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

এই অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে ভারতের খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়। সেই হারের স্মৃতি এখনও টাটকা ভারতের কাছে। তবে সে যাই হোক না কেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত শক্তিশালী প্রতিপক্ষ হতে চলেছে বলে মনে করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি বলেন, ‘সেমিফাইনাল ম্যাচে দুই কঠিন প্রতিপক্ষ যখন একে অপরের মুখোমুখি হবে তখন অতীতের ম্যাচে কী হয়েছে, সেটা ভেবে খুব একটা কাজ হবে না।’

মঙ্গলবার কেপটাউনে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার তারকা বলেন, ‘সেমিফাইনাল ম্যাচের লড়াই কঠিন হবে। এমনটাই মনে হচ্ছে। গত কয়েক বছরে আমাদের উল্লেখযোগ্যভাবে টক্কর দিয়েছে। ভারতের বর্তমান ব্যাটিং লাইন-আপেও ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেই দলে এমন অনেক ক্রিকেটার এখন রয়েছে। ফলে ম্যাচটা মোটেই সহজ হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করছি এই ম্যাচটি খুব কঠিন হবে। এর আগে ভারত যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে আমাদের বিরুদ্ধে খেলেছে এই ম্যাচেও সেই ভাবেই খেলবে। আমাদের দল ওদের দলের সম্পর্কে জানে ঠিকই, সঙ্গে মনে রাখতে হবে ওরাও আমাদের সম্পর্কে জানে।’ ভারতকে সমীহ করার পাশাপাশি নিজেদের খেলার সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া।

অন্যদিকে এই অস্ট্রেলিয়ার দলের সামনে বারবার বিপদে পড়েছে ভারত। সম্প্রতি ঘরের মাঠ হারতে হয়েছে ভারতকে। ফলে অজিদের বিরুদ্ধে নামার আগেও সেই সিরিজ মনে করাচ্ছে হরমনপ্রীত কৌরদের। পাঁচ ম্যাচের সেই সিরিজে একটি মাত্র ম্যাচ জিতেছিল ভারত। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার কাছে হেরে সোনা জেতার স্বপ্ন শেষ হয় ভারতীয় মেয়েদের। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেললেও কোনও আইসিসি ট্রফি পায়নি ভারতীয় সিনিয়র দলের মেয়েরা। এইবার সেই অবস্থার পরিবর্তন হয় কিনা সেটাই দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.