রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচে ১৯ রানে জিতে ফের বিশ্বকাপ নিজেদের দেশে নিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা মহিলা দল। ফলে ফাইনাল জিততে পারলেই ইতিহাস তৈরি হতেই পারত। কিন্তু তা আর হল না। অল্পের জন্য খেতাব হাতছাড়া হল সুনে লুসদের।
ফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে অজি ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের দৌড়। ১৯ রানে ম্যাচ জিতে ফের বিশ্বসেরা হল অজি মহিলা ক্রিকেট দল। এই নিয়ে পরপর তিনবার চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিকে স্বাভাবিক ভাবেই খুশি অজি দলের ক্রিকেটাররা।
আরও পড়ুন… NZ vs ENG: ১০ বছর আগেকার ভুলের পুনরাবৃত্তি করল কি স্টোকসের ইংল্যান্ড! কেনের ব্যাটে কিউয়িদের লড়াই
এবারের বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা হয়েছে অজি ক্রিকেটার বেথ মুনি। ৫৩ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসি সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ম্যাচ শেষে মুনি জানান, 'একটা অবিশ্বাস্য ম্যাচ দেখলাম আমরা। এই জয়টা খুবই স্পেশাল আমাদের জন্য। এই নিয়ে আমরা পরপর তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম। সত্যি খুব ভালো লাগছে। এ এক অন্য অভিজ্ঞতা। দলের প্রত্যেকেই গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে। ফলে এটা আমাদেরই প্রাপ্য ছিল।'
এখানেই থেমে থাকেননি এই অজি ক্রিকেটার। তিনি আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে পারে আমরা গর্বিত। এখানকার মাঠ এবং সমর্থকরা খুব ভালো। প্রত্যেকটি ম্যাচ আমরা দারুণ ভাবে উপভোগ করেছি। এবার ফেরার পালা। এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখতে পারলাম। তবে এটাও বলে রাখা ভালো, ফাইনালে বিপক্ষ দলও ভালো খেলেছে। প্রথমবার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েই এই ভাবে খেলা সত্যি প্রশংসনীয়।'
আরও পড়ুন… আমি কাঁদছিলাম, তখন আমার ভারতের ভিসা ছিল না- স্ত্রীর মৃত্যুর করুণ গল্প বললেন আক্রম
বিশ্বকাপের শুরুতে সেই ভাবে রান পাননি মুনি। টুর্নামেন্ট যত গড়িয়েছে ততই রানের মধ্যে ফিরেছেন তিনি। সেই প্রসঙ্গে এই অজি ক্রিকেটার বলেন, 'টুর্নামেন্টের শুরুতে আমি সেই ভাবে রান পাচ্ছিলাম না। তবে পরে রানের মধ্যে ফিরেছি। সেই সময় আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। কিন্তু দল আমার উপর ভরসা রেখেছে। রান করতে পারিনি, কিন্তু তারপরও প্রথম একাদশে ছিলাম। আমার পাশে থাকার জন্য টিম ম্যানেজমেন্ট এবং গোটা দলকে ধন্যবাদ জানাই।'
বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন মুনি। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা হওয়ার অনন্দটাই আলাদা। এ এক অন্য প্রাপ্তি। আগামীতে আরও ভালো পারফরম্যান্স করার সাহজ দিল এই ম্যাচের সেরা হওয়াটা।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।