বাংলা নিউজ > ময়দান > ভারতের ৭৩তম গ্র্যান্ডমাস্টার ১৪ বছরের ভরত সুব্রহ্মণ্যম! শুভেচ্ছা জানালেন বিশ্বনাথ আনন্দ

ভারতের ৭৩তম গ্র্যান্ডমাস্টার ১৪ বছরের ভরত সুব্রহ্মণ্যম! শুভেচ্ছা জানালেন বিশ্বনাথ আনন্দ

গ্র্যান্ডমাস্টার ১৪ বছরের ভরত সুব্রহ্মণ্যম (ছবি:টুইটার)

নিজের টুইটারে আনন্দ লেখেন, ‘গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য ভরতকে অনেক অনেক শুভেচ্ছা। ও ভীষণ বুদ্ধিমান একটি বাচ্চা। চমৎকার অন্তর্দৃষ্টি রয়েছে ওর। আগামীর জন্য শুভেচ্ছা রইল।’

মাত্র ১৪ বছর বয়সেই চৌষট্টি খোপের সাম্রাজ্যে বাজিমাত করল চেন্নাইয়ের ভরত সুব্রহ্মণ্যম। রবিবার ইতালির ভার্গানি কাপে ২৫০০ রেটিং নিয়ে চ্যাম্পিয়ন হলেন ভরত। এর ফলে দেশের ৭৩ তম গ্র্যান্ডমাস্টার হলেন ভরত সুব্রহ্মণ্যম। সর্বভারতীয় দাবা ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয় বিবৃতি দেওয়া হয়েছে। ক্যাটোলিকায় হচ্ছিল ভার্গানি কাপের ফাইনাল। সেখানেই ৯ রাউন্ডে মোট ৬.৫ পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার হওয়া নিশ্চিত করেন ভরত।

২০১৮ সালে, ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানানন্দ। সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। প্রজ্ঞানানন্দ  গ্র্যান্ডমাস্টার হওয়ার সময় তার বয়স ছিল ১২ বছর ১০ মাস ১৩ দিন। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হলেন ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন করজাকিন। গত বছর বাংলার নবম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন মিত্রাভ গুহ। দেশের ৭২ নম্বর গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন তিনি। সার্বিয়ায় প্রতিপক্ষ নিকোলাস সিডল্যাককে হারিয়ে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন ২০ বছরের মিত্রাভ। 

ভরত সুব্রহ্মণ্যমের সাফল্যের জন্য কিংবদন্তী ভারতীয় দাবাড়ু বিশ্বনাথ আনন্দ ভরতের প্রশংসা করে ট্যুইট করেছেন।

নিজের টুইটারে আনন্দ লেখেন, ‘গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য ভরতকে অনেক অনেক শুভেচ্ছা। ও ভীষণ বুদ্ধিমান একটি বাচ্চা। চমৎকার অন্তর্দৃষ্টি রয়েছে ওর। আগামীর জন্য শুভেচ্ছা রইল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন