বর্তমানে ভুবনেশ্বর কুমার সেই ধার আর দেখা যাচ্ছে না। ভুবি আগের মতো বোলিং করেত পারছেন না। যেই জন্য তিনি পরিচিত ছিলেন সেই বোলিং করতে দেখা যাচ্ছে না ভুবনেশ্বর কুমারকে। না সেই সুইং করতে পারছেন, না সঠিক ইয়র্কার বোলিং করতে পারছেন। শেষ ১০ ম্যাচের দিকে তাকালে, ভুবনেশ্বর ছয় উইকেট নিয়েছেন। এর মধ্যে ছয় ম্যাচে কোনও সাফল্য পাননি তিনি। ভুবি বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে ১০টির মধ্যে দুটি ম্যাচ খেলেছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বিশ্বাস করেন যে এখন ভুবনেশ্বরের পরিবর্তে টিম ইন্ডিয়ার উচিত দীপক চাহারকে ২০২৩ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ওয়ানডেতে ৬৪ ও ৬৭ রান দিয়েছেন ভুবনেশ্বর কুমার। এই ইনিংসে একটিও সাফল্য অর্জন করতে পারেননি তিনি। আগামী বছর একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত। গাভাসকর বলেছেন চাহারকে মূল দলে অন্তর্ভুক্ত করা উচিত। অর্ডারের নিচে ব্যাটও করেন চাহার। ২২ জানুয়ারি শনিবার, স্পোর্টস টুডের সঙ্গে কথা বলার সময় প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় দীপক চাহারের সময় এসেছে। তিনি তরুণ, প্রায় একই ধরনের বোলার (ভুবনেশ্বর) এবং অর্ডারে ভালো ব্যাটিংও করেন।’ দীপক চাহারের কথা বলতে গেলে, তিনি পাঁচ ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। ১৭ টি-টোয়েন্টিতে তার ২৩টি উইকেট এবং আইপিএলের ৬৩ ম্যাচে ৭৯টি উইকেট রয়েছে।
গাভাসকর আরও বলেন, ‘ভুবনেশ্বর ভারতীয় ক্রিকেটে একজন অসাধারণ বোলার, কিন্তু গত এক বা দুই বছরে তিনি ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছেন। ফ্র্যাঞ্চাইজি পর্যায়ের ক্রিকেটেও এটি ঘটেছে। তিনি শুধু ইনিংসের শুরুতেই নন। কিন্তু ইনিংসের শেষেও। দুর্দান্ত বোলিং করতেন। তার ইয়র্কার এবং স্লো ডেলিভারি আছে, কিন্তু সেগুলো এখন কাজ করছে না।’
গাভাসকর বলেছেন যে ২০২৩ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার সময় এসেছে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে এই টুর্নামেন্টের আয়োজক ভারত। গাভাসকর বলেন, ‘এখন উদ্দেশ্য হওয়া উচিত ভারতে ২০২৩ বিশ্বকাপ। তার জন্য আপনার প্রধান দল কী হবে সেটা দেখা। আমরা ১৭-১৮ মাস সময় পেয়েছি, মূল দলকে সর্বোচ্চ সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলাতে হবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আছে। এখানেই আপনি তাদের যতটা সম্ভব ম্যাচ দিতে পারেন যাতে তারা বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।