বাংলা নিউজ > ময়দান > ভুবির চোটে হাটে ভাঙল হাঁড়ি, এনসিএতে যেতে চান না হার্দিক-বুমরাহ

ভুবির চোটে হাটে ভাঙল হাঁড়ি, এনসিএতে যেতে চান না হার্দিক-বুমরাহ

অনুশীলনে ভুবনেশ্বর কুমার (ছবি সৌজন্যে এপি)

ভারতীয় ক্রিকেট দলের ট্রেনার ব্যস্ত টিম ইন্ডিয়াকে নিয়ে।সেখানে জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া চোট সারাতে এনসিএ না গিয়ে, দৌড়ালেন দিল্লি ক্যাপিটালস এর ট্রেনার রজনিকান্ত শিভাগনানম-এর কাছে।

ভুবনেশ্বর কুমারের চোট আরও একবার হাটে হাঁড়ি ভেঙে দিল। ভুবির চোটের ফলে ভারতীয় ক্রিকেট একাডেমী (এনসিএ) ও সেখানকার বিশেষজ্ঞদের কাজকর্মের ধরন ও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল।এনসিএ-র ক্লিনচিট পাওয়ার পর মাত্র দুটি ম্যাচ খেলে ভুবনেশ্বর কুমার ফের চোটের কবলে পড়ায়, এখন বুমরাহ, হার্দিকরা রিহ্যাব এর জন্য বেঙ্গালুরুতে যেতে চাইছেন না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এদিন জানিয়েছেন, প্রোটোকল অনুযায়ী বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা রিহাবের জন্য এনসিএ-তে যাবেন। কিন্তু হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা বেঙ্গালুরুতে অবস্থিত এনসিএ-তে যাবেন না।

এ বিষয়ে বোর্ডের সেই কর্তা বলেন,'পান্ডিয়া ও বুমরাহ দুজনেই টিম ম্যানেজমেন্টকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, তাঁরা রিহ্যাবের জন্য এনসিএ-তে যাবেন না বলে আবেদন করেছিলেন। পৃথকভাবে যোগেশ পার্মার পান্ডিয়ার পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং জসপ্রিতের রিহ্যারের সময় দায়িত্বে ছিলেন নিতিন প্যাটেল। এই দু'জন আপাতত এঁদের ওপর কড়া নজর রাখছেন। হ্যাঁ, এই দুজন বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়। রিহ্যাবের জন্য এঁদের এনসিএতে যাওয়া উচিত ছিল। তবে বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল।আমরা ক্রিকেটারদের চোট নিয়ে খুবই সিরিয়াস।আসলে একটা সময় আপনাকে খেলোয়াড়দের স্বাধীনতা দিতে হয়, যাতে তারা নিজের ভালোর জন্য সিদ্ধান্ত নিতে পারে।'

ভুবনেশ্বর কুমারের হার্নিয়ার সমস্যা ছিল। ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসারটি বিশ্বকাপের পর থেকে এনসিএতে রিহ্যাবে রয়েছেন। কারণ তিনি ১০০ শতাংশ ফিট হতে চাইছিলেন।কিন্তু এনসিএর টিম ভুবির চোট সারানোর ক্ষেত্রে অসফল থেকে গেল। এনসিএ-র রিহ্যাবের পর ক্লিনচিট নিয়ে মাঠে ফেরেন ভুবি।মাত্র দুটি ম্যাচ খেলে তাঁকে ফের চোটের কবলে পড়তে হল।

এত পরীক্ষার পরেও ভুবির হার্নিয়া কেন ধরা পড়ল না? এখন সেই নিয়ে উঠছে প্রশ্ন।এর আগে ঋদ্ধিমান সাহার আঙ্গুলের চোটে সময়ও এনসিএর পর্যবেক্ষণ ভুল ছিল কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। এমন অবস্থায় ভুবনেশ্বর কুমারকে অস্ত্রোপচার করাতে হলে আসন্ন নিউজিল্যান্ড সফরে তাঁর মতো একজন নির্ভরযোগ্য বোলারকে ছাড়া খেলতে হবে কোহলিদের। বিদেশের মাটিতে সেটা ভারতীয় দলের পক্ষে বড় ধাক্কা হবে।

বোর্ডের সেই অধিকারী আরও বলেন,'ভুবি টানা তিনমাস এমসিএ-তে চিকিৎসা করিয়েছেন। বেঙ্গালুরুতে সব ধরনের টেস্ট করেছেন। কিন্তু ওর হার্নিয়ার বিষয়টি ধরা পড়ল না। যখন মুম্বইয়ে ভুবির টেস্ট করা হল, তখন হার্নিয়ার বিষয়টা সবার সামনে চলে এলো।' স্বাভাবিকভাবে পিঠের চোট নিয়ে বুমরাহ ও হার্দিকের এনসিএতে চিকিৎসা করাতে না যেতে চাওয়ার বিষয়টি এনসিএ-র কার্যক্রম নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.