US Open-এ সবচেয়ে বড় অঘটন ঘটে গেল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গেলেন বিশ্বের তিন নম্বর স্পেনের কার্লোস আলকারাজ। টুর্নামেন্টে পুরুষ একক বিভাগ থেকে ছিটকে গিয়ে সকলকে অবাক করে দিয়েছেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পে। আর্থার অ্যাশে স্টেডিয়ামের সেন্টার কোর্টে একটি রুদ্ধশ্বাস ম্যাচে, কার্লোস আলকারাজ বিশ্বের ৭৪ নম্বর বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পের কাছে হেরে যান। খেলার ফল ৬-১, ৭-৫, ৬-৪। এই ম্যাচটি দুই ঘণ্টা এবং ১৯ মিনিট স্থায়ী ছিল। স্পেনের টেনিস তারকা স্ট্রেট সেটে হারলেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পের বিরুদ্ধে।
হারলেন কার্লোস আলকারাজ-
চলতি বছরে ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন কার্লোস আলকারাজ। কিন্তু একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল তাঁর। আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসে আলকারাজকে হারিয়ে বোটিক বলেন, ‘আমি শব্দ হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত। এই স্টেডিয়ামে প্রথমবার রাতে খেলতে নেমেছিলাম। দর্শক দুর্দান্ত ছিলেন।’ গত ম্যাচে ডেনিস শাপোভালভকে হারিয়ে দিয়েছিলেন বোটিক। কার্লোস আলকারাজ বলেন, ‘আগের ম্যাচের জয় আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই আমি লড়ছিলাম। বুঝতে পারছিলাম যে এই ম্যাচ আমি জিততে পারি।’
আরও পড়ুন… বাবরের খারাপ ফর্ম ছাড়া আর কোনও সমস্যা নেই নাকি-পাকিস্তানের জনতাকে তোপ রামিজ রাজার
২০২১ সালের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ার পরে থেকে এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে হারলেন আলকারাজ। গোটা ম্যাচে মাত্র দু’টি এস মেরেছিলেন আলকারাজ। প্রথম সেটে ডাচ টেনিস খেলোয়াড়ের সামনে আলকারাজ প্রায় দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় সেটে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন স্প্যানিশ তারকা। কিন্তু জিততে পারেননি।
বাকি ম্যাচের রেজাল্ট-
ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এবং আমেরিকার জেসিকা পেগুলাও। পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে ডেনমার্কের ড্যানিল মেদভেদেভ। তিনি হারিয়ে দেন হাঙ্গেরির ফ্যাবিয়ান মারোসানকে। ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৫)।
আরও পড়ুন… ওদের দলীপ ট্রফিটা খেলা উচিত ছিল- রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সতর্ক করলেন সুরেশ রায়না
হারলেন নাওমি ওসাকা-
এদিন ইউএস ওপেনে হেরে গিয়েছেন নাওমি ওসাকাও। ওসাকাকে হারিয়ে দিলেন চেকিয়ার ক্যারোলিন মুচোভা। অভিজ্ঞ টেনিস তারকা এখনও কোনও গ্র্যান্ড স্ল্যাম না জিতলেও গত বছর ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। তাঁর বিরুদ্ধে ওসাকা হেরে গেলেন ৩-৬, ৬-৭ সেটে। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাওমি ওসাকা। দু’বারের (২০১৮ এবং ২০২০) ইউএস ওপেন জয়ী জাপানের টেনিস তারকা এখন ক্রমতালিকায় অনেকটাই পিছিয়ে গিয়েছেন। মানসিক অসুস্থার কারণে টেনিস থেকে দূরে ছিলেন। কোর্টে ফিরলেও এখনও তাঁকে পুরনো ছন্দে দেখা যাচ্ছে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।