শুভব্রত মুখার্জি: ভারতীয় কুস্তির জগতে বিশেষ করে মহিলা কুস্তির জগতে অন্যতম জনপ্রিয় নাম দিব্যা কাকরান। সম্প্রতি বিয়েটা সেরেই ফেললেন তিনি। তাঁর বিয়ে অনেকদিন আগেই ঠিক হয়ে গিয়েছিল। এবার সামাজিক রীতি রেওয়াজ মেনে তা সম্পন্ন করেছেন তিনি। তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় পর্যায়ের বডি বিল্ডার সচিন প্রতাপ সিং। সচিন এবং দিব্যার বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ছবি ভাইরাল হওয়ার পরে ভক্তদের শুভেচ্ছা বন্যায় ভাসছেন নবদম্পতি।
মেরাঠের পরতাপুরের কাছে বাইপাসের উপরে রাজ রিসোর্টে আয়োজন করা হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠানের। রীতিমতো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের সাতপাকে বাঁধা পড়ার অনুষ্ঠান। বর-বউ দুজনেই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। ফলে ক্রীড়াজগতের একাধিক প্রখ্যাত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। পাশাপাশি বেশ কয়েকজন নেতাও উপস্থিত হয়েছিলেন বিয়ের আসরে। প্রসঙ্গত মুজফফরনগরের বাসিন্দা দিব্যা কাকরান। আর অন্যদিকে সচিন থাকেন পুলিশ প্রশিক্ষণ বিদ্যালয় পিটিএসে।
এই বিয়েতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান, কপিল দেব আগরওয়াল। নবদম্পতিকে তাঁরা আশীর্বাদও জানান। উল্লেখ্য ২০১৮ এবং ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ভারতের হমে ব্রোঞ্জ জিতেছিলেন দিব্যা। নিজের বিয়ের ছবি শেয়ার করে দিব্যা লিখেছেন, 'ভগবানের আশীর্বাদ এবং আপনাদের সকলের শুভেচ্ছা, শুভকামনাকে সঙ্গী করে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। ভালোবাসার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি দুজনে।' ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ব্রিজভূষণ শরণ শর্মাও এই বিয়েতে উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন। প্রসঙ্গত ব্রিজভূষণ যখন যৌন হয়রানি বিতর্কে জড়িয়েছিলেন তখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন এই দিব্যা কাকরান।