সাম্প্রতিক এক বিবৃতিতে ছয়জন সুপারস্টারকে ছেড়ে দেওয়ার কথা জানায় ডব্লুডব্লুই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট)। সেই তালিকায় ব্রন স্ট্রোম্যানের নাম দেখে চমকে যান তাঁর অনুরাগীরা। এমন প্রথম সারির তারকাকে ছাড়ার সিদ্ধান্তে হতাশ স্ট্রোম্যানের সহকর্মী থেকে অনুরাগী সকলেই।
ডব্লুডব্লুই-এর আগের বড় ইভেন্ট ব্যাকলাশে ববন ল্যাশলি এবং ড্রু ম্যাককিনটায়ের বিরুদ্ধে ডব্লুডব্লুই চ্যাম্পিয়নশিপ ম্যাচেরও অংশ ছিলেন ব্রন। তাঁর এই আচমকা অপসরণে নিজেদের মতামত জানিয়েছেন একাধিক বর্তমান ও প্রাক্তন সুপারস্টাররা। সেই তালিকায় এবার সামিল হল সিএম পাঙ্ক ও বুকার টি-এর নামও। নিয়োগকর্তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়়ে দেন প্রাক্তন ডব্লুডব্লুই তারকা ও চ্যাম্পিয়ন পাঙ্ক।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এটা একটা প্রচুর অর্থ ও তারকা সম্বন্বিত ব্লকবাস্টার সিনেমা। কিন্তু এর গল্প গুটিকয়েক জনগণের জন্য এক দুর্বোধ্য ভাষায় লিখছে কয়েকটি মূর্খ লোক, যার মানে ওরা ছাড়া আর কেউই বুঝতে পারে না। তা সত্ত্বেও লোকেরা সেই জঘন্য সিনেমাটি দেখছে।’
তবে ডব্লুডব্লুই-এর হল অফ ফেমার বুকার টি কিন্তু এই সিদ্ধান্তের স্বপক্ষে যথেষ্ট যুক্তি দেখতে পাচ্ছেন। ঘটনাটি ব্যাখা করতে গিয়ে বুকার টি বলেন, ‘তালিকায় ব্রন স্ট্রোম্যানের নাম দেখে আমি প্রথমে অবাকই হই। কিন্তু পরক্ষণেই ব্যবসার দিক থেকে আমি জিনিসটাকে দেখি। গুজব অনুযায়ী ব্রনের সঙ্গে সংস্থার এক বিশাল চুক্তি ছিল এবং ও তা থেকে প্রচুর অর্থ লাভ করছিল। যখন আর্থিক দিক থেকে সঞ্চয়ের কথা ভাবা হয়, তখন সবার প্রথমেই মাথায় আসে আমার কাদের কাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কাকে আমার সংস্থায় রাখার দরকার যে আমায় আর্থিকভাবে লাভ করাতে সক্ষম। সত্যি বলতে ব্রন একজন সেরা তারকা, সেই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে মাত্র দু-তিনজন ছাড়া ওর প্রতিপক্ষ হিসাবে বেশি কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল।’